E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

২০২০ ডিসেম্বর ২৪ ১৯:২৭:১৭
গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের তিন সড়ক এলাকায় বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবীতে ‘স্টাইল ক্রাফটস লিমিটেড’ কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার বিকালে ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নেয়।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর ইসলাম হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষীপুরা এলাকাস্থ (ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে) স্টাইল ক্র্যাফ্টস লিমিটেড নামের গার্মেন্টস কারখানার শ্রমিকদের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন ৬৫ ভাগ করে পরিশোধ করেছে কর্তৃপক্ষ। কারখানায় প্রায় সাড়ে ৫হাজার শ্রমিক রয়েছে। কয়েকদিন ধরে শ্রমিকরা তাদের পাওনা সেপ্টেম্বর ও অক্টোবর মাসের অবশিষ্ট ৩৫ভাগ করে ৭০ ভাগ বকেয়া বেতন ও চলতি নবেম্বর মাসের বেতন পরিশোধের দাবী জানিয়ে আসছিল। কিন্তু কর্তৃপক্ষ এতে নানা টালবাহানা করতে থাকে। শ্রমিক অসন্তোষের মুখে একপর্যায়ে শ্রমিকদের পাওনাদি ২০ ডিসেম্বর পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। কিন্তু নির্ধারিত ওইদিন পরিশোধ না করে বুধবার পরিশোধের আশ্বাস দেয়। কর্তৃপক্ষ বুধবারেও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করে পুনঃরায় বৃহষ্পতিবার পরিশোধের নতুন তারিখ ঘোষণা করে।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী বৃহষ্পতিবার দুপুর পর্যন্ত অপেক্ষার পরেও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের পাওনা বেতন ভাতা পরিশোধের দাবিতে দুপুরের খাবারের বিরতির পর হতে কারখানার ভিতরে অবস্থান নিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পার্শ্ববর্তী ঢাকা-জয়দেবপুর সড়কের উপর অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এতে ওই সড়কের উভয়দিকে শতাধিক যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিল্প পুলিশের ইন্সপেক্টর সমীর চন্দ্র সূত্রধর জানান, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শ্রমিকদের সড়কের উপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেনি। শ্রমিকরা বেতন পরিশোধের ব্যাপারে কারখানার মালিকের উপস্থিতি ও তার সঙ্গে আলোচনার দাবী জানায়। এসময় মালিক পক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে সমঝোতার উদ্যোগ নেয় পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল।

(এস/এসপি/ডিসেম্বর ২৪, ২০২০)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test