E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় স্ব-স্ব কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২৬ গুণীজনকে সম্মাননা

২০২১ জানুয়ারি ০৩ ১৬:০৬:৪৪
আগৈলঝাড়ায় স্ব-স্ব কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২৬ গুণীজনকে সম্মাননা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় স্ব-স্ব কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজন সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট পেলেন সাংবাদিক, প্রশাসন ও আওয়ামী লীগের ২৬জন নেতৃবৃন্দ।

আগৈলঝাড়া থেকে প্রকাশিত ‘‘তথ্য পরিক্রমা’’ ও “আগৈলঝাড়া সংবাদ” ম্যাগাজিনের উদ্যোগে ওই ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে রবিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে স্ব-স্ব কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উপজেলার ২৬ গুণীজনদের সংবর্ধণা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

গুণীজন সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, সাধারণ সম্পাদক তপন বসু।

অনুষ্ঠানে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সংবর্ধণা প্রাপ্তরা হলেন- মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, কর্মক্ষেত্রে প্রশাসনিক দক্ষতার জন্য ইউএনও মো. আবুল হাশেম মন্ডল, আইন শৃংখলায় বিশেষ অবদানের জন্য থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আবু সালেহ মো. লিটন, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, সাধারণ সম্পাদক তপন বসু, সাংবাদিক ওয়াসিম ভুইয়া সেলিম, সাইফুল ইসলাম, অপূর্ব লাল সরকার, কেএম আজদ রহমান, মো. মাহবুবুল ইসলাম, প্রবীর বিশ্বাস ননী, এমএম ওমর আলী সানি, মো. জাহিদুল ইসলাম, পলাশ দত্ত, এফএম নাজমুল, বরুণ বাড়ৈ, স্বপন দাস, জয় রায়, রিপন বিশ্বাস, মনিরুজ্জামান, মৃদুল দাস, মারুফ মোল্লা। এনজিও সেক্টরে বিশেষ অবদানের জন্য হোমল্যান্ড এনজিও’র নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাস গুপ্ত।

(টিবি/এসপি/জানুয়ারি ০৩, ২০২১)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test