E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরের আব্দুলপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র প্রাণ ফিরে পেয়েছে

২০১৪ আগস্ট ২১ ১২:২৫:০৩
নাটোরের আব্দুলপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র প্রাণ ফিরে পেয়েছে

নাটোর প্রতিনিধি : দীর্ঘ ৩৭ বছর পর প্রাণ ফিরে পেলো নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ২৪ ঘন্টার ডেলিভারী সেবা কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে ফের যাত্রা শুরু করলো এই কেন্দ্রটি।

নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. এসএম জাকির হোসেন, লালপুর উপজেলা আ.লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলপু, সাধারন সম্পাদক ইসাহাক আলী, লালপুর পরিবার পরিকল্পনা অফিসার প্রবীর কুমার প্রামানিকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী। এই কাযাক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আবুল কালাম আজাদ একটি এ্যাম্বুলেন্স প্রদানের ঘোষনা দেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, ১৯৬৮ সালে আব্দুলপুর মা ও শিশু কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। ওই সময় এই কেন্দ্র থেকেই সরকারি বিভিন্ন সেবাসমূহ বাস্তবায়ন হতো। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে সরকার রাজস্ব খাতে নিয়ে আব্দুলপুর মা ও শিশু কল্যান কেন্দ্র ফের চালু করা হয়। এই কেন্দ্র থেকে আব্দুলপুর সহ অন্তত ১০ গ্রামের মানুষ প্রসুতি মায়েদের প্রসব(ডেলিভারী), বন্ধ্যাত্বকরন, জন্ম নিয়ন্ত্রণসহ বিভিন্ন সেবা পেতো। এমনকি এই কেন্দ্রে বসেই রিলিফের চাল বন্টন, শাড়ি বিতরনসহ সরকারি বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। কিন্তু ১৯৭৮ সালে তৎকালীন সরকার আর্থিক সংকট সহ নানা কারণ দেখিয়ে এই কেন্দ্রে ডেলিভারী কার্যক্রম বন্ধ করে দেয়। তবে পরিবার পরিকল্পনা কার্যক্রম চালু ছিল।

স্থানীয়রা জানায়, স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের উদ্যোগ ও তত্বাবধানে দীর্ঘদিন পর গত মঙ্গলবার থেকে আব্দুলপুর মা ও শিশু কল্যান কেন্দ্রের আনুষ্ঠানিক সেবা কার্যক্রম শুরু করা হয়। প্রথম দিনে ১৫জন মহিলাকে বন্ধ্যা ও ৪০ জন পুরুষকে অস্থায়ী ভাবে জন্মনিয়ন্ত্রণ করা হয়।
সেবা নিতে আসা আব্দুলপুর গ্রামের নাজমা বেগম জানান, পুনরায় আব্দুলপুরে শিশু ডেলিভারী কেন্দ্র চালু হওয়ায় তারা খুব খুশি। আগে এই এলাকার মানুষকে দীর্ঘ পথ অতিক্রম করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের যেতে হতো। এতে তাদের ভোগান্তি সহ অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন বাড়ির কাছে এই সেবা চালু হওয়ায় মানুষের দুর্দশা অনেকটা কেটে যাবে।

জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. এসএম জাকির হোসেন জানান, আগে এই কেন্দ্রে শুধুমাত্র পরিবার পরিকল্পনা কার্যক্রম চলতো। এখানে একজন ভিজিটর, একজন ফার্মাসিষ্ট ও একজন চৌকিদার কাজ করছে। এখন থেকে পুনরায় ডেলিভারী,বন্ধত্বকরন, জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম চলবে। এজন্য ১ জন ডাক্তার, একজন নার্স, অ্যাম্বুলেন্স ও আধুনিক ওটি প্রয়োজন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যসহ উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, আব্দুলপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি সঠিক ভাবে পরিচালনার জন্য ডাক্তার, নার্স ও অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় উপকরন সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আরো সহযোগিতা বাড়ানোর জন্য প্রয়োজনে সংসদে উপস্থাপন করা হবে।

(এমআর/জেএ/আগস্ট ২১, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test