E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা চলছে

২০২১ ফেব্রুয়ারি ১৮ ১৭:২২:৩৩
ঝিনাইদহে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা চলছে

ঝিনাইদহ প্রতিনিধি : পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অফিসে ২১ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা চলছে। গত ২৮ জানুয়ারি এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

ঝিনাইদহ জেলার ৬ উপজেলার ৬০ জন পল্লী চিকিৎসক এই কর্মশালায় অংশ গ্রহণ করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামিম কবীর জানান, সরকারী ভাবে পল্লী চিকিৎসকদের দক্ষতা ও সেবার মান বৃদ্ধির জন্য বিষয়ভিত্তিক রোগের উপর এই প্রশিক্ষন। এতে রোগীরা পল্লী চিকিৎসকদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতালে আসতে পারবে।

ঝিনাইদহের জ্যেষ্ঠ সাংবাদিক ও নবচিত্র পত্রিকার বার্তা প্রধান আসিফ কাজল প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে বলেন, আগে পল্লী চিকিৎসকদের সুনাম ছিল। তাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে অনেক মানুষ ভাল হয়েছেন। আর এখন অনভিজ্ঞতার কারণে রোগীরা অপচিকিৎসার শিকার হচ্ছেন। এখান থেকে প্রশিক্ষনলব্ধ অর্জন করে তিনি মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত রাখার আহবান জানান।

ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন দপ্তরে কর্মরত চিকিৎসকগন প্রতিদিন পল্লী চিকিৎসকদের নানা বিষয়ে প্রশিক্ষন দিচ্ছেন।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test