E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাহি-মালিতা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

২০২১ ফেব্রুয়ারি ২২ ১৭:২৪:১৮
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাহি-মালিতা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

ঝিনাইদহ প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী বাজারে মাহি-মালিতা ফাউণ্ডশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মাহি-মালিতা ফাউন্ডেশনের সভাপতি মো.ফকরুল ইসলাম বলেন, মাহি-মালিতা ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা আজ প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ প্রদান ও অসহায়দের মাঝে চিকিৎসা সাহায্য প্রদান করা হয়।

তিনি সমাজের অবহেলিত মানুষের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি আরো বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে।

এ সময় চিকিৎসা প্রদান করেন ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিসিন ও বক্ষব্যাধী বিশেষজ্ঞ ডা.জাকির হোসেন, ডা. মিথিলা ইসলাম, ডা.লিমন পারভেজ, ডা.মুশফিকুর রহমান, মেডিকেল এ্যাসিস্ট্যান্ট মিনহাজুল আবেদীন, আল শাহরিয়ার রোকন, সুজন সোহান, ফিরোজ মাহমুদ সজলসহ প্রমুখ।

(একে/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test