E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোম্পানীগঞ্জে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত, আহত ৫০

২০২১ মার্চ ০৯ ২২:৫৭:৪৯
কোম্পানীগঞ্জে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত, আহত ৫০

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : মির্জা কাদেরের অনুসারীদের  হামলা ও ককটেল বিস্ফোরণে কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের শান্তিপূর্ণ প্রতিবাদ সভার শেষ মুহূর্তে হামলার অভিযোগ করেছেন উপজেলা আ. লীগ নেতৃবৃন্দ। তবে  মির্জা কাদেরের সাথে থাকা ব্যাক্তি বলেন বাদলের অনুসারীরা হঠাৎ পৌর ভবনে বৃস্টির  মত গুলি ছুড়তে থাকে বাদলের অনুসারিদের গুলিতে আহত হয় আহতরা, হদয় কাদের মির্জার  কর্মি বলেও দাবী করেন তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকিদেও পরিচয় পাওয়া যায়নি, গুলি বিদ্ধ কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হৃদয় হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় ।

এ সময় দু’পক্ষের অন্তত ৫০জন আহত হয়েছে। আহতরা হলেন, মো.আজিজ খোকন (৫০), মো.করিম (৪৫) গুলিবিদ্ধ মো.রাজিব হোসেন (২৪), মো. এমরান হোসেন (২৪), জিংকু (২০)।

মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁনের ওপর মির্জা কাদেরের নেতৃত্বে হামলার প্রতিবাদেবসুরহাট বাজারের রুপালী চত্তরে আয়োজিত প্রতিবাদ সভার শেষ মুহূর্তেএই হামলার ঘটনা ঘটে।

কাদের মির্জার ভাগনে খিজির হায়াত খাঁন গ্রুপের অন্যতম নেতা ফখরুল ইসলাম রাহাত জানান, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা খিজির হায়াত খাঁনের ওপর কাদের মির্জার নেতৃত্বে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে রুপালী চত্তরে প্রতিবাদ সভা চলছিল। প্রতিবাদ সভার একেবারে শেষ মুহূর্তে মির্জা কাদেরের অনুসারীরা বনফুলের মাঝখানের গলি থেকে সভায় ককটেল ও ছোড়াগুলি ছোঁড়ে এবং সভার পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক ককটেল বিষ্ফোরণ করে একটি নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করে। এ সময় রাজিব নামে এক পায়ে গুলিবিদ্ধ হয় এবং একজন বোমার স্প্লিন্টে আহত হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সভাস্থল থেকে উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ এক সাথ হয়ে মির্জা কাদেরের অনুসারীদের প্রতিরোধ করতে গেলে মাকসুদাহ গার্লস স্কুল রোডে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। তবে ঘটনার অল্প সময়ের মধ্যে পুলিশ দু’পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুরো বসুরহাট বাজার জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ফোনে জানান, গতকাল যারা মুজিব শত বর্ষ উদযাপনের মঞ্চ ভাংচুর করেছে জনগণ আজকে তাদের প্রতিহত করেছে।

কোম্পানীগঞ্জ থানার অফিনার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি ফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

(এস/এসপি/মার্চ ০৯, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test