E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বণ্যপ্রাণী ক্রয়-বিক্রয়ের অপরাধে ঈশ্বরদীতে দুইজনকে জরিমানা

২০২১ মার্চ ১৪ ২৩:৩৩:০৬
বণ্যপ্রাণী ক্রয়-বিক্রয়ের অপরাধে ঈশ্বরদীতে দুইজনকে জরিমানা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বণ্য প্রাণী ক্রয়-বিক্রয়ের ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। রবিবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহী বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ঈশ্বরদী পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার পাখি বিক্রয়কারী আসলাম ও আলাল শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ২০১০ এর ৩৮(২) ধারা মোতাবেক অভিযান পরিচালনা ও জরিমানা করা হয়।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের সময় রাজশাহী বণ্য প্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন, বণ্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবীর, বণ্যপ্রাণী ওয়াইল্ড লাইফ রেঞ্জার হেলিম রায়হান উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/মার্চ ১৪, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test