E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুড়িগ্রামে করোনায় নিয়ম মানছেনা পথচারীরা

২০২১ এপ্রিল ০১ ১৮:৩৩:৪৮
কুড়িগ্রামে করোনায় নিয়ম মানছেনা পথচারীরা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : দেশব্যাপী দ্বিতীয় দফা করোনার ব্যপ্তি ছড়িয়ে যাওয়ার পর সরকারের দেয়া নির্দেশাবলী মানছেন না কুড়িগ্রামের বেশিরভাগ মানুষ। গণ-পরিবহণ, হাটবাজার ও কর্মস্থলে অনেকেই মাক্স ব্যবহার করছেন না। জনসমাগমও এড়িয়ে চলার লক্ষন কম দেখা যাচ্ছে। 

এই পরিস্থিতিতে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে এবং জনমানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ১এপ্রিল বৃহস্পতিবার দিনব্যাপী কুড়িগ্রাম জেলা পুলিশ বাসটার্মিনাল ও হাটবাজারগুলোতে অভিযান শুরু করেছে। তারা মাক্স বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজারসহ পথচারীদের সচেতনতার পাশাপাশি নিয়ম না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর অবস্থানের কথা ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন এডিশনাল এসপি মো. রুহুল আমিন, এএসপি কল্লোল দত্ত, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, টিআই সরোয়ার, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু প্রমুখ।

(পিএস/এসপি/এপ্রিল ০১, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test