E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টঙ্গীতে ঈদের ছুটি নিয়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩৫

২০২১ মে ১০ ১৮:০৯:০০
টঙ্গীতে ঈদের ছুটি নিয়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩৫

মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী (গাজীপুর) : টঙ্গীতে হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানায় ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কারখানা ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে শ্রমিক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশের টিয়ারসেল ও রাবারবুলেট নিক্ষেপে প্রায় ৩৫ জন আহত হয়। এ ঘটনায় পুলিশের ১৪ জন সদস্য আহত হয়।

আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে গুরুতর ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনাটি ঘটে গতকাল সোমবার সকাল ১১টায় টঙ্গীর মিলগেট এলাকায়।

আহতরা হলেন- হাসান মিয়া (২৬), রাজীবুল ইসলাম (২৬), মামুন মিয়া (২৭), রবি (২১), লতিফ (১৯), ইমরান (১৯), রুবেল (২৪) , রুবেল(২২), রনি (২২), এহসানুল হক (৩৫), রাজিবুল (২৬), কলি বেগম (২৪), নিজাম উদ্দিন (৩০), সমলা (২৫), ইয়াসিন (২০), হাসিনা (৪০), সাব্বির (২২), সাবিনা (২৫), রিনা বেগম (২০)। অন্য আহদের পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

পুলিশ ও শ্রমিকরা জানায়, ঈদের ১০ দিন ছুটির দাবিতে সোমবার বেলা ১১টার দিকে শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ করে। পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে কারখানার শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে শ্রমিকদের বিক্ষোভ নিয়ন্ত্রণে আনার জন্য এক পর্যায় পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে।

এতে পুলিশ সদস্য ও শ্রমিক প্রায় ৩৫ জন আহত হয়। এ ঘটনার পর ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। কারখানা কর্তৃপক্ষ জানায় সরকারি নিয়ম অনুযায়ী শ্রমিকদের ৩দিনের ছুটি দেয়া হয়েছে। শ্রমিকদের ৩দিনের ছুটি দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কারখানা ভাংচুর চালায়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জালাল হাওলাদার জানান, শ্রমিকরা সরকারি নির্দেশ অমান্য করে বিক্ষোভ কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করে। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও শ্রমিক আহত হন।

উপ পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) ইলতুৎ মিশ জানান, শ্রমিকরা বেপরোয়া হয়ে প্রথম কারখানা পরে মহাসড়কে এসে রাস্তা অবরোধ করে বেপরোয়া গাড়ী ভাংচুর শুরু করলে তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ বাধ্য হয়ে টিয়ারসেল এবং রাবারবুলেট ছুড়েছে।

(জে/এসপি/মে ১০, ২০২১)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test