E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও'র বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

২০২১ মে ১৯ ১৫:৩৩:৫৬
পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও'র বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : আবারও হাসপাতালের ভেতরের গাছ কাটলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল ফাতাহ। একের পর এক গাছ কেটে সাবাড় করে দিলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। স্থানীয়দের প্রশ্ন তার এই ক্ষমতার উৎস কোথায়?

বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে চোখজুড়ানো ৩টি ঝাউ গাছ মঙ্গলবার দুপুরে (১১ মে) কেটে দিলেন ইউএইচও আবুল ফাতাহ।

পৃথিবীজুড়ে যখন অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে তখন এমন ধৃষ্টতা দেখালেন এখানকার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল ফাত্তাহ ।

এর আগেও হাসপাতাল চত্বরের ২টি খেজুর গাছ, ১টি সফেদা ও ১টিকাঁঠাল গাছ কাটা হয়েছে বলে তথ্যানুসন্ধান কালে জানা গেছে। সড়ক প্রশস্তকরনের নামে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল ফাত্তাহ এর বিরুদ্ধে ওই গাছ কাটার অভিযোগ করেছে স্থানীয়রা।

ডাক্তার আবুল ফাতাহ এই হাসপাতালে যোগ দিয়ে একটি গাছও রোপণ করেন নি। বরং তিনি পরিবেশ এবং অক্সিজেন রক্ষায় যে গাছ গুলো ছিল; সেগুলো পর্যায়ক্রমে কেটে কেটে ধ্বংস করার অভিযোগ উঠেছে।

ওই হাসপাতালের দাতা সদস্য খলিল পহলান বলেন,সড়ক প্রশস্তের নামে সৌন্দর্যবর্ধনের ঝাউ গাছ ৩টি না কেটেও সড়ক প্রশস্ত করা যেত।

পাথরঘাটার পরিবেশ আন্দোলন কর্মী আমিন সোহেল ও সোহেল মল্লিক বলেন, উন্নয়নের নামে পরিবেশের ক্ষতি করে সৌন্দর্যবর্ধন ঝাউ গাছ কাটা ঠিক হয়নি। বরং কৃষ্ণচূড়া ও হাসনাহেনাসহ বিভিন্ন সৌন্দর্যবর্ধন গাছ ও ফুল-ফল এবং ছায়া পরিবেশের বনজ গাছ দিয়ে সুন্দরভাবে হাসপাতাল চত্বর সাজালে আগত ব্যক্তিরা উদ্বেলিত হবেন। এতে হাসপাতালে আসা রোগি ও তাদের স্বজনদের মানসিকতারও পরিবর্তন আসে।

এলাকার একাধিক বাসিন্দা জানান ইউএইচও ফাতাহ এর আগেও খেজুর সবেদা ও কাঁঠালসহ ৪টি ফলজ গাছ কেটে ছিলেন। যার মধ্যে দুইটি খেজুরগাছ এখনো ওই এলাকায় পড়ে রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ।

বনবিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক বলেন, সরকারি প্রতিষ্ঠান কোন গাছ কাটা প্রয়োজন হলে অবশ্যই তা ইউএনও স্যারসহ বনবিভাগকে অবগত করা বাধ্যতামূলক। ওই গাছের সরেজমিন প্রতিবেদন দেয়ার পরেই গাছ কাটা যাবে তা না হলে গাছ কাটা যাবে না।

অভিযোগ প্রসঙ্গে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল ফাত্তাহ বলেন, সড়ক প্রশস্ত করতে গিয়ে গাছ কাটতে হয়েছে। গাছের শিকড়ে সড়ক নষ্ট হওয়ার কারণে ওই গাছ কাটতে হয়েছে। তবে একটা কাজের বিপরীতে ১০টি করে গাছ লাগানো হবে।

এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা বলেন, গাছ কাটার ব্যাপারে আমি অবগত নই। তাই এ ব্যাপারে আমি কিছু বলতে পারছিনা।

(এটি/এসপি/মে ১৯, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test