E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টঙ্গীতে সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা!

২০২১ মে ১৯ ২৩:৪৯:৪৭
টঙ্গীতে সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা!

জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী (গাজীপুর) : গত রবিবার রাত ৯ টা ২০ মিনিটে গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪ নং ওয়ার্ড খাঁ-পাড়া রোড আশামণি পার্কের সামনে মাদক বিক্রয় চলছে এমন গোপন সংবাদে টঙ্গী পশ্চিম থানার এসআই এসএম মেহেদী হাসান সঙ্গীয় মোঃ আলমগীর হোসেনসহ টহলরত ফোর্স সিএনএন বাংলা টিভির সাংবাদিক পরিচয়ধারী মানিক আহমেদ (৩৪) কে ৫০ পিছ ইয়াবাসহ হাতেনাতে আটক করে। 

একটি টোরসাইকেলে তার সাথে মাসুদ নামে অনলাইন সাংবাদিক পরিচয় প্রদানকারী অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়। মৃত মহর বেপারীর ছেলে মানিক বর্তমানে টঙ্গী পূর্ব থানার ৪৮নং ওয়ার্ড জহির মার্কেট ব্যাংক কলোনিতে থাকলেও তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার ক্রোফি নামক গ্রামে। পালিয়ে যাওয়া মাসুদের পিতার নাম পাওয়া না গেলেও সে দত্তপাড়া রিয়া গার্মেন্টসের পূর্ব দিকে জহির মার্কেটে থাকে এবং তার মায়ের নাম সালেহা খাতুন।

তল্লাশিতে মানিক আহমেদের কাছে ইয়াবা, অনলাইন নিউজ পোর্টালের একটি আইডিকার্ড সহভিজিটিং কার্ড এবং ব্যবহৃত মোটরসাইকেল ঢাকা মেট্রো-ল- ৪৭-৩৫২৯ জব্দ করা হয়।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম নিয়োগ পাওয়ার পর হতেই মাদক কারবারি, কিশোর গ্যাংসহ অপরাধীদের দৌরাত্ব হ্রাস এবং তাদের নেটওয়ার্ক ক্রমেই ভেঙ্গে পড়ছে।

মাদক কারবারিদের মূল চক্র বা এদের পিছনে কারা এমন প্রশ্নের জবাবে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, তদন্তের স্বার্থে সবকিছু বলা যাবে না। তবে টঙ্গী পশ্চিম থানার অধিবাসীদের জানমালসহ সার্বিক নিরাপত্তায় আমাদের চৌকস নজরদারি অব্যাহত আছে। অপরাধের বিরুদ্ধে আমরা সরকার ও পুলিশ প্রধানের কঠোর নির্দেশক্রমে জিরো টলারেন্স নীতিতে চলতে প্রতিজ্ঞাবদ্ধ।

(জে/এসপি/মে ১৯, ২০২১)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test