E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মতলবে খামারিদের প্রণোদনার ২০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

২০২১ মে ২৬ ১৮:৩৬:১৭
মতলবে খামারিদের প্রণোদনার ২০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : মতলব উত্তরে করোনাকালীন ক্ষতিগ্রস্ত খামারিদের বরাদ্দকৃত সরকারের প্রণোদনার টাকা প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে প্রাণিসম্পদ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। এছাড়া প্রণোদনাপ্রাপ্ত খামারীদের তালিকা চাইলে তথ্য অধিকার আইনে আবেদন করতে বলেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

উপজেলার খামারিদের অভিযোগ, করোনাকালে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক ছোটবড় পশুপাখি ও দুগ্ধখামারীদের জন্যে সরকারের প্রণোদনা ১ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। খামারিদের তিন শ্রেণিতে ভাগ করে সর্বোচ্চ ২০ হাজার এবং সর্বনিম্ন ১০ হাজার টাকা করে এ অর্থ দেয়া হয়। ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনার আওতায় উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ৮শ’ জনের নামের তালিকা প্রেরণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন।

জানা যায়, উপজেলা উপ-সহকারী কর্মকর্তা অলি উল্যাহসহ কজন দালালের সহায়তায় এসব খামারিদের কাছ থেকে ৩ হাজার টাকা করে অগ্রিম অর্থ নিয়ে তাদের তালিকাভুক্ত করা হয়। অটোচালক, ওষুধ ব্যবসায়ী, ওষুধ কোম্পানী রিপ্রেজেন্টেটিভ, মুদি দোকানদার এবং খামার নেই এমন ব্যক্তিরা টাকা উত্তোলন করেছে। দালালের মাধ্যমে এ প্রণোদনার প্রায় ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা বিরুদ্ধে।
মতলব উত্তরে ৩০টির বেশি ছোটবড় দুগ্ধ খামার রয়েছে যারা সবাই ক্ষতিগ্রস্ত। অথচ যাদের খামার নেই এবং কোনোদিন খামার ছিলও না তেমন ব্যক্তিরা এই প্রণোদনার টাকা পেয়েছেন। দালালদের সহায়তায় এই অর্থ লুটপাটের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া যায়।

খামারি সোহেল, সুমি আক্তার, আব্দুল আউয়াল, কবির হোসেনসহ আরো অনেকে জানান, প্রকৃত খামারিদের অন্তর্ভুক্ত না করে ভুয়া তালিকা ও অগ্রিম অর্থ হাতিয়ে নিয়ে লাখ লাখ টাকা দুর্নীতি লুটপাট করছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা। সুষ্ঠ তদন্ত করে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ভোটার আইডি কার্ড দেখে ৮শ’ খামারিদের নামের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এ দায়িত্বটা ছিলো উপজেলা প্রকল্প কর্মকর্তার।

এদিকে উপজেলা প্রাণিসম্পদ প্রকল্প কর্মকর্তা ডাঃ তামিম মাহমুদ জানান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফারুক হোসেন স্যারের মাধ্যমেই তালিকা প্রণয়ন করা হয়। এ বিষয়ে ফারুক স্যার বিস্তারিত বলতে পারবেন।

চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বখতিয়ার উদ্দিন বলেন, মতলব উত্তরে প্রণোদনার তালিকা প্রণয়ন করতে অনিয়ম বা আর্থিক লেনদেনে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ডাঃ ফারুক হোসেনের কাজে মিডিয়া কর্মীরা প্রণোদনা প্রাপ্ত খামারীদের তালিকা চাইলে তিনি জানান এ বিষয়ে জানেন না। উপজেলা প্রাণিসম্পদ প্রকল্প কর্মকর্তা ডাঃ তামিম মাহমুদ সব বলতে পারবে।

উপজেলা প্রাণিসম্পদ প্রকল্প কর্মকর্তা ডাঃ তামিম মাহমুদের কাছে প্রণোদনাপ্রাপ্ত খামারিদের তালিকা চাইলে তথ্য অধিকার আইনে আবেদন করতে বলেন।

(ইউ/এসপি/মে ২৬, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test