E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় লকডাউনের তৃতীয় দিন আজ

২০২১ জুন ০৭ ১৩:৩৯:৩৩
সাতক্ষীরায় লকডাউনের তৃতীয় দিন আজ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : করোনা সংক্রমনরোধে বেশ কিছু বাধা নিষেধের মধ্যে সাতক্ষীরায় আজ চলছে লকডাউনের তৃতীয় দিন। সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় বিক্রয়ের সুযোগ পাচ্ছেন সাতক্ষীরার মানুষ। তবে আন্তঃজেলা ও দুরপাল্লার গণপরিবহন বন্ধ রয়েছে। খোলা রয়েছে ভোমরা স্থল বন্দরে আমদানি রফতানি বানিজ্য। 

এদিকে সাতক্ষীরা সীমান্ত পথে বৈধ অবৈধ যাতায়াত পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। সীমান্ত জুড়ে টহলে রয়েছে বিজিবি সদস্যরা। ভারত থেকে অবৈধপথে আসার সময় গত ২৪ ঘণ্টায় সদরের পদ্মশাখরা সীমান্তে তিনজন বাংলাদেশীকে আটক করে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে বিজিবি। কোয়ারেন্টাইন শেষে তাদেরকে কলারোয়া থানায় সোপর্দ করা হবে। এ নিয়ে গত এক সপ্তাহে পাসপোর্টবিহীন ৩৯জন ও দু’ পাচারকারিকে আটক করেছে বিজিবি।

রোববার আটককৃতরা হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের শেখ নুর মোহাম্মদের ছেলে ইউসুফ আলী (৪৫), একই উপজেলার খেজুরবাাড়িয়া গ্রামের হায়দার সরদারের ছেলে আজাহারুল ইসলাম(২১) ও একই গ্রামের রফিকুল সরদারের ছেলে রুহুল আমিন (২৪)।

গত শনিবার থেকে সাতদিনের জন্য শুরু হয়েছে এ লকডাউন। লকডাউন চলাকালে সাতক্ষীরার সাথে খুলনা ও যশোরের সংযোগস্থলে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে একইভাবে পুলিশচেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ভোমরা স্থল বন্দরে আসা ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের বন্দরে খোলামেলা চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সবচেয়ে হুমকিতে রয়েছেন ভোমরা বন্দরের হ্যাণ্ডেলিং শ্রমিকরা।

এদিকে গত ২৪ ঘন্টায় ৯৪ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে । তাদের মধ্যে ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন ও সদর হাসপাতালে ২৬ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৮ জন। তবে বেসরকারি হাসপাতালগুলোতে করোনা সংক্রমণে মৃত্যুর পরিসংখ্যান জানা যাচ্ছে না।

(আরকে/এসপি/জুন ০৭, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test