E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে করোনায় মৃত্যু ৩, শনাক্ত ১৮৮ 

২০২১ জুন ২৩ ২৩:৩৪:৫৩
ঠাকুরগাঁওয়ে করোনায় মৃত্যু ৩, শনাক্ত ১৮৮ 

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে একদিনে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৬০০ জনের নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়।

বুধবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মাহফুজার রহমান। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, ঢাকা হতে প্রাপ্ত বিগত কয়েকদিনের পুঞ্জীভূত নমুনা পরীক্ষার রিপোর্ট এবং এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (পিসিআর টেস্ট) দিনাজপুর ;সিডিসি (জিন এক্সপার্ট টেস্ট) ; সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতাল সমূহ (এন্টিজেন টেস্ট), ঠাকুরগাঁও হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ১৮৮ জন।এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায়-১২৬ জন ; রানীশংকৈল-১৭ জন; বালিয়াডাঙ্গী-১৯ জন ;পীরগঞ্জ-২০ এবং হরিপুর-০৬ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। মোট ৬০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলা-০১ জন (৮০ বছর, পুরুষ) পীরগঞ্জ-০১ জন (৭০ বছর, মহিলা)
রানীশংকৈল-০১ (৬০ বছর, মহিলা) মোট তিনজন মৃত্যুবরণ করেন।

সিভিল সার্জন মাহফুজার রহমান আরো জানান, পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২৭২০ জন, যাদের মধ্যে ১৬৮২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ৬৩ জন।

করোনার প্রকোপ রোধে তিনি বলেন, সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরুন, সুরক্ষিত থাকুন।

এদিকে নব-নিযুক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান করোনা রোধে ২৪জুন হতে ৩০জুন পর্যন্ত দ্বিতীয় দফায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করেন।

(এফ/এসপি/জুন ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test