E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা মেডিকেলে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ মৃত্যু, শনাক্ত ৫২ 

২০২১ জুলাই ০১ ১৪:৪৪:১৪
সাতক্ষীরা মেডিকেলে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ মৃত্যু, শনাক্ত ৫২ 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  সপ্তাহব্যাপি শুরু হওয়া  সর্বাত্বক লব ডাউনের প্রথম দিন আজ বৃহষ্পতিবার। সকাল থেকে রাস্তাঘাটে লোক চলাচল যথেষ্ট কম। যানবাহনের দেখা নেই বললেই চলে। তবে রাস্তায় ও চেকপোষ্টে পুলিশের উপস্থিতি লক্ষ্য করার মত। সরকারি, বেসরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।  সংবাদপত্র বহনকারি গাড়ি, অ্যাম্বুলেন্সনসহ অত্যাবশ্যকীয় গাড়ি চলাচল করছে। সব ধরনের দোকান পাঠ বন্ধ রয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। ১০৬টি নমুনা পরীক্ষা করে ৫২টি পজেটিভ এসেছে। যার শতকরা হার ৪৯ দশমিক ০৫ শতাংশ। এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭৪ জন। উপসর্গ নিয়ে মারা গেছে ৩৫০ জন। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮০৯। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন করোনা আক্রান্ত ও ২৬০ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। বেসরকারি হাসপাতালে ১৯ জন করোনা আক্রান্ত ও ১৩০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৩৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৫ জন।

(আরকে/এসপি/জুলাই ০১, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test