E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

২০২১ আগস্ট ১১ ২০:০৪:২৮
সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী হিন্দুপাড়ায়,পটুয়াখালীর কলাপাড়ার রাখাইন এলাকায়, মৌলভীবাজার কুলাউড়ার আদিবাসীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা ভাংচুর, লুটপাট ও ভ‚মি জবর দখলের প্রতিবাদে  দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাতক্ষীরা নিউ মাকের্ট চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি বিশ্বজিৎ সাধু। বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ, ঐক্যপরিষদের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য এড. সোমনাথ ব্যানার্জি, সুধাংশু শেখর সরকার, গৌর চন্দ্র দত্ত, উন্নয়নকর্মী মাধব দত্ত, সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, বি এম এর সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: মনোয়ার হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ওবায়েদুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আফফান রোজ বাবু, উদিচী শিল্পগোষ্ঠীর সভাপতি সিদ্দিকুর রহমান, এড. তারক মিত্র, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক নিত্যনন্দ আমীন, অধ্যক্ষ শিব পদ গাইন, প্রভাষক বাসু দেব সিংহ, সাংগঠনিক সম্পাদক অসীম দাস সোনা, প্রচার সম্পাদক বিকাশ চন্দ্র দাশ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক থিওফিল গাজী, যুবঐক্য পরিষদের আহবায়ক ইন্দ্রজিৎ সাধু, যুগ্ম আহবায়ক মিলন কুমার রায়, ছাত্রঐক্য পরিষদের আহবায়ক সুজন বিশ্বাস, মহিলা পরিষদের সভানেত্রী জ্যোস্না দত্ত ও ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ রায় দুলাল চন্দ্র প্রমুখ।

বক্তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন করতে হবে। এধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে সে জন্য সরকারকে কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার পূর্বক বিচারের দাবি জানান নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠণটির সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।

(আরকে/এএস/আগস্ট ১১, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test