E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলারোয়ায় ইট চুরির অপবাদে গৃহবধুকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১, পলাতক ৫

২০২১ আগস্ট ১৩ ১৭:৪০:৪৪
কলারোয়ায় ইট চুরির অপবাদে গৃহবধুকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১, পলাতক ৫

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : কলারোয়ায় দুটি ইট চুরির অপবাদ দিয়ে গৃহবধুকে গাছে বেঁধে নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এ ঘটনায় গত ১০ আগষ্ট (মঙ্গলবার) রাতে কলারোয়া থানায় নির্যাতিতা গৃহবধু রাশিদা খাতুন বাদী হয়ে ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এ মামলার বাকী ৫ আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীর নাম আফছার আলী লেদু (৫২)। তিনি কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মৃত শওকত আলী গাজীর ছেলে।

পুুলিশ জানায়, গত ৮ আগস্ট রবিবার পাকুড়িয়া গ্রামের আফছার আলী লেদুসহ তার পরিবারের সদস্যরা পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের ইব্রাহিম গাজীর স্ত্রী রাশিদা খাতুনকে দুটি ইট চুরির অভিযোগ দেয়। এরপর সকাল ৯ টার দিকে লেদু রাশিদার বাড়িতে প্রবেশ করে তাকে জাপটে ধরে।

এ সময় তার হাত থেকে নিজেকে বাঁচাতে রাশিদা ডাকচিৎকার করলে এজাহার নামীয় অন্যান্য আসামী যথাক্রমে পারভিনা খাতুন, মানছুরা খাতুন, রহিমা খাতুন, সায়মা খাতুন, শামিমা খাতুনসহ অজ্ঞাতনামা ২/৩ জন তাকে জোরপূর্বক তার বাড়ি থেকে ধরে টানতে টানতে সায়মা খাতুনের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার পাশে মেহেগুনি গাছের সাথে রশি দিয়ে বেধে এলোপাতাড়ী মারপিট করে। একপর্যায়ে তারা কাঁচি দিয়ে রাশিদার মাথার চুল কেটে সৌন্দর্য্য নষ্ট করে। এছাড়া তার কানে থাকা স্বর্নের দুল ছিনিয়ে নেয়। এ ঘটনায় গত ১০ আগষ্ট (মঙ্গলবার) রাতে কলারোয়া থানায় নির্যাতিতা গৃহবধু রাশিদা খাতুন বাদী হয়ে উক্ত ৬ জনের নামসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী করে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৮।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, ইতিমধ্যে এ মামলার প্রধান আসামী আফছার আলী লেদুকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছ।

(আরকে/এএস/আগস্ট ১৩, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test