E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় আওয়ামী লীগের জঙ্গি বিরোধী সমাবেশ

২০২১ আগস্ট ১৭ ১৬:৪১:৫৭
সাতক্ষীরায় আওয়ামী লীগের জঙ্গি বিরোধী সমাবেশ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জঙ্গিবাদ আবারও মাথাচাড়া দিতে শুরু করেছে  উল্লেখ  করে তাদের প্রতিহত করার আহবান জানিয়েছেন সাতক্ষীরার আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ২০০৫ সালের এই দিন ১৭ আগস্ট তারা সাতক্ষীরার পাঁচটি স্থানসহ দেশ জুড়ে সিরিজ বোমা হামলা চালিয়েছিল জানিয়ে তারা আরও বলেন জঙ্গিবাদীরা থেমে নেই। তারা এখনও তৎপর রয়েছে। এদের প্রতিহত করতে সরকারকে আরও কঠিন হতে হবে  বলে তারা মন্তব্য করেন।

সিরিজ বোমা হামলার ১৬ বছর পূর্তিতে জেলা আওয়ামী লীগ মঙ্গলবার সকাল ১১টায় শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে আয়োজন করে জঙ্গি বিরোধী সমাবেশের। তারা জঙ্গিদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের আহবান জানিয়ে বলেন জঙ্গিদের যারা লালন করে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদেরে সভাপতিত্বে জঙ্গিবিরোধী সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ডা. সুব্রত ঘোষ, লায়লা পারভিন সেঁজুতি, মো. হারুনার রশীদ. মো. শাহাদাত হোসেন, আসাদুজ্জামান অসলে, কাজী আখতার হোসেনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বক্তারা সাতক্ষীরার জঙ্গিদের খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানান। এ প্রসঙ্গে বক্তারা বলেন সিরিজ বোমা হামলার ঘটনায় সাতক্ষীরায় দায়ের হওয়া পাঁচটি মামলায় গত ১০ ফেব্রুয়ারির বিচারে ১২ জনকে বিভিন্ন মেয়াদে ৩ বছর থেকে ১৩ বছর পর্যন্ত কারাদন্ড দিয়েছেন আদালত। এ মামলায় দু’জনকে খালাস দেওয়া হয়। তবে তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়েরকৃত এ সংক্রান্ত মামলাটি খারিজ হয়ে যায়।

(আরকে/এসপি/আগস্ট ১৭, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test