E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীর দুই উপজেলার ৯ ইউনিয়নে আ. লীগ ও ৪টিতে বিদ্রোহী প্রার্থীর জয়

২০২১ সেপ্টেম্বর ২১ ১৪:১৬:৩৫
নোয়াখালীর দুই উপজেলার ৯ ইউনিয়নে আ. লীগ ও ৪টিতে বিদ্রোহী প্রার্থীর জয়

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের চার বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান জয়ী হয়েছেন। এর মধ্যে দুইজন সুবর্ণচরে, দুইজন হাতিয়া জয়ী হন। এ ছাড়া বাকি নয়টি ইউনিয়নেও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। 

সোমবার (২০ সেপ্টেম্বর) রাত দশটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হচ্ছিল।

সুবর্ণচরে বিজয়ী প্রার্থীরা হলেন, ৪নং চর ওয়াপদা ইউনিয়নে আবদুল মান্নান (নৌকা), ২নং চরবাটা ইউনিয়নে সুবর্ণচর উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব (নৌকা), ৭নং পূর্ব চরবাটায় আবুল বাশার মঞ্জু (নৌকা), ৬নং চর আমান উল্যাহ অধ্যাপক বেলায়েত হোসেন (নৌকা), ৩নং চরক্লার্ক বর্তমান চেয়ারম্যান আইনজীবী আবুল বাশার ডিপটি-মোটরসাইকেল (আওয়ামী লীগ বিদ্রোহী), মোহাম্মদপুরে মহি উদ্দিন চৌধুরী-আনারস (আওয়ামী লীগ বিদ্রোহী)।

অপরদিকে হাতিয়ার সাতজন বিজয়ী প্রার্থী হলেন, চরকিং মহি উদ্দিন আহমেদ (নৌকা), চর ইশ্বরে মো. আলা উদ্দিন ওরফে আজাদ (নৌকা), বুড়িরচরে ফখরুল ইসলাম (আওয়ামী লীগের বিদ্রোহী), তমরুদ্দি মো. রাশেদ উদ্দিন (নৌকা), সোনাদিয়া মেহেদী হাসান (নৌকা), জাহাজমারা আইনজীবী মাসুম বিল্লাহ (আওয়ামী লীগের বিদ্রোহী) ও নিঝুম দ্বীপ মো. দিনাজ উদ্দিন (নৌকা)।

(এস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২১)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test