E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে লোহা দিয়েও বাঁধ টিকবে না’

২০২১ অক্টোবর ০৬ ১৫:৩২:২৭
‘অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে লোহা দিয়েও বাঁধ টিকবে না’

এ কে আজাদ, রাজবাড়ী : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি রাজবাড়ীর পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। 

বুধবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের (ফেজ-২) ভাঙন কবলিত পদ্মার তীর প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. রোকন উদ-দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ প্রমুখ।

পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে না পারলে লোহা দিয়ে বাঁধ নির্মাণ করলেও টিকবে না। ফলে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতেই হবে।

এ সময় তিনি আরও বলেন, নতুন করে রাজবাড়ীর শহর রক্ষা বাঁধের জন্য প্রায় ১৬৯৯ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। সেটি অনুমোদন হলেই আবারো ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নদীর ভেতর থেকে কাজ শুরু করে ব্লক বসাবেন। তবে সে ক্ষেত্রে আপনাদের ধৈর্য্য ধরতে হবে।

ভাঙনরোধে বর্তমানে জিও ব্যাগের পাশাপাশি জিও টিউব দেওয়া হচ্ছে। এ কাজে কিছু ভুল হয়েছে। এরজন্য নির্দেশনাও দিয়েছি। কাজের ভুলত্রুটি খতিয়ে দেখা হবে।

(একে/এসপি/অক্টোবর ০৬, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test