E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বকেয়া টাকার দাবিতে মতবিনিময় সভা

২০২১ অক্টোবর ৩১ ১৭:২৩:৫২
ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বকেয়া টাকার দাবিতে মতবিনিময় সভা

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল। ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী পরিষদের আয়োজনে বকেয়া পাওনা টাকার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা খাদ্য গোদাম চত্বরে ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আলী আকবর শেখের সভাপতিতেত্ব মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, শ্রমিক নেতা আবুল বাশার বাদশা, মো. সিদ্দিকী আলী খান, মো. রেজাউল হক, মো. ফিরোজ মিয়া, সুনীল কুমার সাহা, খন্দকার আসমত আলীসহ প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তাগণ তাদের বক্তব্যে উল্লেখ করেন ফরিদপুর চিনিকলের প্রায় ৩শ শমিক কর্মচারীর গ্রাইচ্যুটি, সরকার ঘোষিত জাতীয় মজুরী কমিশন, মজুরী ও বেতন স্কেলের বকেয়াসহ ফরিদপুর চিনিকলের কাছে প্রায় ২৫ কোটি টাকা পাওনা রয়েছে। ৬/৭ বছর অব সর গ্রহন করলেও পাওনা টাকা পাচ্ছি না । পাওনা টাকা না পাওয়ার কারনে ৩শটি পরিবার মানবেতর জীবনযাপন করছি।

মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩শটি পরিবার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেন।

(এম/এসপি/অক্টোবর ৩১, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test