E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুবলীগ নেতার বিরুদ্ধে নির্বাচনে জিতে প্রতিপক্ষের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ 

২০২১ নভেম্বর ১২ ১৮:৪১:৪১
যুবলীগ নেতার বিরুদ্ধে নির্বাচনে জিতে প্রতিপক্ষের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ 

রঘুনাথ খাঁ,  সাতক্ষীরা : ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচনে জয়লাভ করার খবর পেয়েই সাতক্ষীরার ঝাউডাঙা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের যুবলীগ নেতা বহুল আলোচিত আজ্দা হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে গোবিন্দকাটি গ্রামের মুক্তিযোদ্ধা আবু মুসার ছেলে প্রতিপক্ষ আব্দুল মালেকের নির্বাচনী অভিযোগ ভাঙচুরের পর তাতে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে আব্দুল মালেকের নির্বাচন কর্মী আলাউদ্দিনের বাড়িতে যেয়ে তার বিচালীগাড়া জ্বালিয়ে দেওয়া হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের আব্দুল মালেক জানান, বৃহষ্পতিবার ঝাউডাঙা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চার নং ওয়ার্ডে তিনি মোরগ প্রতীক নিয়ে প্রতিপক্ষ তালা প্রার্থীর যুবলীগ নেতা আজাদ হোসেনের কাছে পরাজিত হন। বৃহষ্পতিবার রাত সাড়ে সাতটার দিকে জয়লাভের খবর পেতে না পেতেই আজাদ হোসেনের নেতৃত্বে তার জামাতা রানা, মোঃ সোহাগ, আব্দুল আলীম, আব্দুল মজিদ, আবু হাসান সরদার, গোলাম পরোয়ার, আবু মুছা, অলিয়ার রহমান, তরিকুল ইসলাম, গফুর হোসেনসহ ২০/২৫জন নির্বাচন কর্মী তার নির্বাচনী কার্যালয়ে এসে হামলা চালায়। এ সময় তারা অফিসে থাকা চেয়ার, টেবিল, চারটি হ্যাণ্ড মাইক, একটি সাউণ্ড বক্সসহ চার লাখ টাকার মালামাল ভাঙচুর করে। পরে তাতে আগুণ লাগিয়ে দেওয়া হয়। তার নির্বাচন কর্মী আলাউদ্দিন ও মোসলেম মোল্লা দেখতে পেয়ে প্রতিবাদ করে। রাত ১০টার দিকে আলাউদ্দিনের বাড়িতে ঢুকে বিচালীগাদায় আগুন দেয়।

স্থানীয়রা জানান,এক সময়কার জাতীয় পার্টির কর্মী আজাদ হোসেন রাজনৈতিক পালাবদলের সাথে সাথে পাল্টি খেয়ে যোগদান করেন যুবলীগে। শুধুমাত্র সদস্যই নন, উর্দ্ধতন নেতাদের ম্যানেজ করে সাতক্ষীরা সদরের ঝাউডাঙা ইউনিয়নের গোবিন্দকাটি ৪নং ওয়ার্ডের সভাপতি বনে যান তিনি।

ঝাউডাঙা বাজারে রাস্তার পাশে একজন ছোলা ও মুড়ি বিক্রেতা আজিজুর রহমান মাথা গোঁজার ঠাঁইটুক সম্বল নিয়ে সন্তানদের লালন পালন করেন। ছেলে আব্দুর রাজ্জাক ধান ব্যবসায়ি। আজাদ চোরাকারবার ও মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়ে এ পর্যন্ত নয়টি মামলাও খেয়েছেন। খেটেছেন জেল। ট্রান্সপোর্ট ব্যবসার আড়ালে ঝাউডাঙা সদরের পার্শ্ববর্তী এলাকা থেকে প্রতি মাসে বিপুল পরিমান ফেনসিডিল, ইয়াবা ও বিদেশী মদ ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাচার করার অভিযোগ রয়েছে আজাদের বিরুদ্ধে। তাকে পাচারে সহযোগিতা করে আসছে একই এলাকার হাফিজুল, গোলাম, হব্বুল, ইসলাম ও নজরুলসহ কয়েকজন মাদক ব্যবসায়ি।

মাদক পাচারের সৃবাদে ২০০১ সালের দিকে বিডিআরের সোর্স বনে যান আজাদ। চোরাচালানিদের মালামাল ধরিয়ে দেওয়ার নামে হুমকি ধামকি দিয়ে অঢেল টাকা অর্জন করেছেন তিনি। বিজিবি’র উর্দ্ধতন এক কর্মকর্তার নাম করে ভোমরা বন্দরে আমদানিকৃত ও রফতানিকৃত পণ্যভর্তি ট্রাক পিছু মোটা অংকের চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দাবিকৃত টাকা না দিলে ব্যবসায়িদের হয়রানিও হতে হয়। ২০১৪ সালে বিজিবি’র নাম ভাঙিয়ে টাকা নেওয়ার অভিযোগে বাড়ি থেকে তুলে এনে ঝাউডাঙা বিশেষ ফাঁড়িতে তাকে পেটায় বিজিবি। এরপরও থেকে নেই তার চাঁদাবাজি। ইতিমধ্যে তিনি ২০ বিঘার ও বেশি জমি স্বনামে ও বেনামে বন্ধক রেখেছেন। দু’ স্ত্রীর জন্য মোজাইক টাইলস দিয়ে পৃথক দু’টি আলিশান বাড়ি বানিয়েছেন। নিজের অবস্থান ধরে রাখতে পুষেছেন ডজন খানিক মাদক ব্যবসায়ি, মাদক সেবী ও চোরাচালানিকে। ইতিমধ্যে ব্যাংকে জমিয়েছেন কোটিরও বেশি টাকা।

স্থানীয়রা জানালেন , জিরো থেকে হিরো বনে যাওয়া আজাদ এক মাস আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে ভোট করার সিদ্ধান্ত নেন। জনপ্রতিনিধি নির্বাচিত হলে কারণে অকারণে প্রশাসনের হয়রানির হাত থেকে নিজেকে রক্ষা করা যাবে এটা অনুভব করেন আজাদ। সেকারণে আজাদ গত ১৬ সালের নির্বাচনে অংশ গ্রহণ করে আচরনবিধি ভঙ্গ করার দায়ে সমালোচিত হন।

এ ব্যাপারে তালা প্রতীকে ঝাউডাঙা ইউনিয়নের চার নং ওয়াডের নবনির্বাচিত সদস্য আজাদ হোসেন সাংবাদিকদের জানান, তার ও তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে আব্দুল মালেককের নির্বাচনী অফিস ও আলাউদ্দিনের বিচালী গাদা ভাঙচুরের অভিযোগ ঠিন নয়। তিনি কোন প্রকার মাদক ও চোরাচালানি ব্যবসার সঙ্গে জড়িত নন। বিবিজি’র সোর্স হিসেবে ভোমরা বন্দরে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সেখানে তিনি ট্রান্সপোর্ট ব্যবসায়ি। এবার নির্বাচনে জয়লাভ করার পর তিনি স্থানীয় উন্নয়নে ভূমিকা রাখবেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক আজিজুর রহমান বলেন, আব্দুল মালেকের অভিযোগ পেয়ে তিনি শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগের বাস্তবতার সাপেক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

(আরকে/এসপি/নভেম্বর ১২, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test