E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্যামনগরে খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে যুবলীগের হামলা, আহত ৮ 

২০২১ নভেম্বর ২১ ১৫:৩৩:১৬
শ্যামনগরে খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে যুবলীগের হামলা, আহত ৮ 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান চলাকালে যুবলীগ নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদসহ বিএনপির ৮ নেতা-কর্মী।  

শনিবার সন্ধ্যায় মাগরিব নামাজের পরে শ্যামনগর সদর ইউনিয়নের চন্ডীপুর জামিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদ চত্বরে এই দোয়া মাহফিল চলছিল।

উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুদুল আলম অভিযোগ করে বলেন, শনিবার সন্ধ্যার মাগরিবের নামাজের পর আমরা যখন দোয়া করছিলাম সেসময় এই হামলা চালানো হয়। এই হামলায় নেতৃত্ব দেন যুবলীগের নেতা হাফিজ সরদার ও শিশুকিশোর লীগের রহমতসহ বেশ কয়েকজন। তারা লাঠিসোটা নিয়ে আমাদের বেপরোয়া মারধর করে। এতে আহত হন উপজেলা বিএনপি সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য এমএম আশেক এলাহী মুন্না, জহুরুল ইসলাম নিজে, ভুরুলিয়া ইউপি বিএনপির সভাপতি আব্দুল মতিনসহ ৮ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সাতক্ষীরা বেসরকারি সিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকীদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলার বিষয়ে জানতে মুটো ফোনে যোগাযোগ করা হলে যুবলীগের যুগ্ম-আহবায়ক সরদার হাফিজ ফোন রিসিভ করেননি। রাসেল স্মৃতি সংসদের সভাপতি রহমত আলীর ব্যবহৃত নম্বর বন্ধ পাওয়া যায়। হামলার বিষয়ে জানতে মুটো ফোনে যোগাযোগ করা হলে যুবলীগের যুগ্ম-আহবায়ক সরদার হাফিজ ফোন রিসিভ করেননি। রাসেল স্মৃতি সংসদের সভাপতি রহমত আলীর ব্যবহৃত নম্বর বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদ মোর্শেদ জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে কেউই এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/নভেম্বর ২১, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test