E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরিবারের সামনে বোনকে ইভটিজিং প্রতিবাদ করায় ভাইকে হত্যা

২০২১ ডিসেম্বর ১১ ১৬:৩৯:২৮
পরিবারের সামনে বোনকে ইভটিজিং প্রতিবাদ করায় ভাইকে হত্যা

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচরে সপরিবারে তাহেরি হুজুরের ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে পরিবারের সদস্যদের সামনে বোনকে ইভটিজিং করার প্রতিবাদ করলে, বখাটেদের হামলায় আলম মিয়া (২৩) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। 

শনিবার ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানী ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনার কুলিয়ারচর থানায় শনিবার সকালে আলমের বড় বোন জামাই মো. সুজন মিয়া বাদী হয়ে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর পূর্ব পাড়া গ্রামের কামাল হোসেন এর ছেলে মো. রকি (২১) ও আঙ্গুর মিয়ার ছেলে শাওন (২০) এর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

নিহত আলম মিয়া কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ভাটি জগতচর গ্রামের খুর্শিদ মিয়ার ছেলে। সে কটিয়াদী ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে নিহত আলম, মা-বাবা ও দুই বোনসহ তার পরিবার উত্তর লক্ষ্মীপুর সিদ্দির মোড়ে অনুষ্ঠিত আলোচিত বক্তা তাহেরী হুজুরের ওয়াজ শুনতে যায়। ওয়াজ শেষে তারা বাড়ি ফেরার পথে বিকাল সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর পূর্ব পাড়া জৈনক আসাদ মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তায় আসলে আলমের ছোট বোন চুমকিকে উদ্দেশ্য করে কয়েকজন বখাটে ইভটিজিং ও অশালীন ইঙ্গিত করে। তৎক্ষণাত বড় ভাই আলম ঘটনার প্রতিবাদ করলে, বখাটেরা আলমের উপর চড়াও হয়। একপর্যায়ে বখাটেরা আলমের মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে, আলম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং বখাটেরা পালিয়ে যায়।

এসময় গুরুতর আহত আলমকে পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে বাজিতপুর ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সিটিসস্ক্যান শেষে রাতেই উন্নত চিকিৎসার জন্য আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আলমের মৃত্যু হয়।

আলমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে এবং এলাকাবাসী তৎক্ষণাত বখাটেদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও বিচারের দাবিতে আগরপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ঘটনায় কুলিয়ারচর থানার একটি হত্যা মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেফতারে সাড়াশি অভিযান অব্যাহত আছে। শীঘ্রই যেকোনো মূল্যে আসামিদের গ্রেফতার করা হবে।

(এসএস/এসপি/ডিসেম্বর ১১, ২০২১)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test