E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে ৩ উপজেলায় নির্বাচন বুধবার 

২০২৪ মে ০৭ ১৮:৫০:১৫
দিনাজপুরে ৩ উপজেলায় নির্বাচন বুধবার 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : ষষ্ঠ ধাপে প্রথম দফা উপজেলা নির্বাচনে দিনাজপুরের হাকিমপুর, বিরামপুর ও ঘোড়াঘাট তিনটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (৮ মে)। এজন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনটি উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। বুধবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৯৫ জন। ১৫০ টি ভোট কেন্দ্রে ভোট প্রদান করবে এসব ভোটার।

নির্বাচন কর্মকর্তা মো.কামরুজ্জামান জানিয়েছেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ৩ উপজেলা নির্বাচনে একহাজার ১১১ জন পুলিশ, প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, প্রতি উপজেলায় একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, সেইসাথে পুলিশে র স্ট্রাইং টিম ভ্রাম্রমাণ ভাবে থাকবে। প্রতিটি কেন্দ্রে ৩ জন পুলিশ, আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ১৯ জন সদস্য দায়িত্ব পালন করবে।

এই তিনটি উপজেলায় এবার মোট প্রার্থী সংখ্যা ৩৪ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস- চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(এসএস/এসপি/মে ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test