E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় স্বদেশের উদ্যোগে মুন্ডা ও দলিত পরিবারের মাঝে নগত অর্থ ও বীজ বিতরণ

২০২১ ডিসেম্বর ১২ ১৯:০১:২৭
সাতক্ষীরায় স্বদেশের উদ্যোগে মুন্ডা ও দলিত পরিবারের মাঝে নগত অর্থ ও বীজ বিতরণ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : করোনাকালিন সময়ে ক্ষতিগ্রস্থ দলিত ও মুন্ডা নারীদের মাঝে সেচ্ছাসেবী সংস্থা স্বদেশের বাস্তবায়নে এবং ইউএনডিপি ও মানবাধিকার কর্মসূচির আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর ও তালা উপজেলায় ১০০টি হত দরিদ্র মুন্ডা ও দলিত পরিবারের মাঝে প্রশিক্ষণ শেষে নগত অর্থ ও শীতকালিন সবজির বীজ বিতরন করা হয়েছে। 

১১ ও ১২ ডিসেম্বর ২০২১ আয়োজিত অনুষ্ঠানে তালা উপজেলায় প্রশিক্ষনার্থীদের মাঝে উপস্থিত থেকে বীজ বিতরন করেন জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল, স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত। প্রধান অতিথি সকল মুন্ডা ও দলিতদের উন্নয়নে গৃহিত সরকারের বিভিন্ন উদ্যেগের কথা তুলে ধরে বলেন সামাজিক সংগঠন স্বদেশ যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

প্রশিক্ষনার্থী শেফালী রানী বলেন আমার বাড়িতে কিছু ফাঁকা জায়গা ফেলানো ছিল, করোনা কালিন সময়ে অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটছিল। এমতাবস্থায় ইউ,এন,ডি,পি ও মানবাধিকার কমিশন এর আর্থিক সহযোগীতায় এবং সেচ্ছাসেবী সংস্থা স্বদেশের উদ্যোগে শাকসবজির প্রশিক্ষণ শেষে বীজ এবং নগত টাকা পেয়ে আমি বাড়ীর আঙ্গিনায় শবজি লাগিয়ে কিছু আর্থিক সহায়তা করতে পারবো, মুনসি গঞ্জের জেলে পাড়ায় বীজ বিতরন উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপ কৃষি অফিসার কামরুল হাসান, সমাজ সেবী মনিষা রানি মন্ডল,সঞজয় কুমার সরদার,গবিন্দ কুমার মুন্ডা সহ স্থানিয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ,উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বদেশের এরিয়া ম্যানেজার বাবলু বিশ্বাস (বাবু) প্রমুখ।

(আরকে/এসপি/ডিসেম্বর ১২, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test