E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ী সদর উপজেলায় ১২৭টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ

২০২১ ডিসেম্বর ২৬ ১৪:৪৩:০১
রাজবাড়ী সদর উপজেলায় ১২৭টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ

এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নে সকল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।উপজেলা ১৪টি ইউনিয়নে মোট ১২৭টি কেন্দ্রে, বিরামহীন ভোট গ্রহণ বিকাল ৪টা অব্দি চলবে।

রাজবাড়ী সদর উপ‌জেলার ১৪ ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে চেয়ারম‌্যান প‌দে ৫৪ , সাধারণ ওয়ার্ড সদস‌্য (‌মেম্বর) প‌দে ৪৩৩ জন ও সংর‌ক্ষিত ম‌হিলা ওয়ার্ড সদস‌্য প‌দে ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা কর‌ছেন। এরম‌ধ্যে বিনা প্রতিদ্বন্দীতায় বা‌নিবহ ইউ‌নিয়‌নে আওয়ামী লীগ ম‌নোনীত শেখালী আক্তার চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

রবিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার কয়েকটি ভোট কেন্দ্রে ঘুরে ভোটার উপস্থিতি যথেষ্ট লক্ষ্য করা যায়।

কোন কেন্দ্রে পুরুষের থেকে নারী উপস্থিতি লক্ষনীয় আবার কোন কেন্দ্রে পুরুষ উপস্থিতি লক্ষনীয়। তবে আশা করা হয়েছে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরো বৃদ্ধি পাবে।

সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কাশেম শেখ এর সাথে কথা হলে তিনি বলেন, আমাদের ইউনিয়নে প্রথম থেকেই শান্তিপূর্ণ ভাবে প্রচার প্রচারণা চালিয়েছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। আজ সকল থেকে চলছে ভোট গ্রহণ। তবে শীত একটু বেশি বলে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। তবে ঘন্টাখানিক পরেই ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে।

নির্বাচন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ১২৭ টি কেন্দ্রের মধ্যে ২ টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। যার মধ্যে রয়েছে ৫৪ টি সাধারণ ভোট কেন্দ্র ও ৭৩ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। সাধারণ ভোট কেন্দ্রে ২০ জন পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২১ জন পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। ১৪ টি ইউনিয়নে ৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে। এছাড়াও ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনী এলাকায় ২১ টি মোবাইল টিম টহল ও নিরাপত্তা রক্ষায় দ্বায়িত্ব পালন করছে।

(একে/এএস/ডিসেম্বর ২৬, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test