E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরার গাবুরায় নির্বাচন পরবর্তী সহিংসতা

প্রতিপক্ষের বাড়ি ভাঙচুর, গৃহবধূকে পিটিয়ে জখম, পাঁচজনকে আটক রেখে ঘণ্টাব্যাপী নির্যাতন

২০২১ ডিসেম্বর ২৭ ১৮:২৫:২০
প্রতিপক্ষের বাড়ি ভাঙচুর, গৃহবধূকে পিটিয়ে জখম, পাঁচজনকে আটক রেখে ঘণ্টাব্যাপী নির্যাতন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : স্বতন্ত্র প্রার্থী হিসেবে  নির্বাচনে জয়লাভ করার পর বিএনপি নেতা মাসুদুল আলমের সমর্থকরা পরাজিত স্বতন্ত্র প্রার্থী বিএনিপি নেতা আব্দুর রহিমের বাড়িতে ভাঙচুর ও তার ছোট ভাইয়ের  ন্ত্রীর উপর নির্যাতন চালিয়েছে। একইভাবে হামলাকারিরা নৌকা প্রতীকের এক কর্মীসহ আব্দুর রহিমের চার সমর্থককে বাড়ি থেকে পূর্ব চাঁদনিমুখা স্পোটিং ক্লাবে আটক রেখে ঘণ্টা ব্যাপি নির্যাতন চালিয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে এসব ঘটনা ঘটে।

গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা দাখিল মাদ্রাসার শিক্ষক ও বিএনপি নেতা আব্দুর রহিম জানান, গত ২৬ মার্চ ইউপি নির্বাচনে রজনীগন্ধা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোট করে তিনি বিএনপি নেতা টেবিল ফ্যান মার্কার প্রার্থী মাসুদুল আলমের কাছে পরাজিত হন। তাদের প্রতিদ্বন্দি নৌকা প্রতীকের প্রার্থী জিএম শফিউল আযম লেনিনও পরাজিত হন।

আব্দুর রহিম আরো জানান, মাসুদুল আলম ও তিনি একই পাড়ায় বসবাস করেন। ভোটে তিনি প্রতিদ্বন্দিতা করলে মাসুদুল আলম হারতে পারেন এমন সন্দেহ হওয়ায় তাকে নির্বাচন না করার জন্য পরোক্ষভাবে প্রস্তাব দেওয়া হয়। তিনি কথা না রাখায় মাসুদুল আলম ৫৫৩ ভোটে জয়লাভ করেন। এত কম মার্জিনে জয়লাভ করায় মাসুদুল আলম ক্ষুব্ধ ছিলেন তার ও তার কর্মী সমর্থকদের উপর।

আব্দুর রহিম অভিযোগ করে বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থী হিসেবে সোমবার সকাল ১০টার দিকে মাসুদুল আলমের নির্দেশে তারই কর্মী চাঁদনীমুখার মিজান সরদার, জিয়া সরদার, মনিরুল সরদার, কবিরুল সরদার, ফারুক সরদার, সেলিম সরদার, শাহীনুর সরদার, সামিদুল মোড়লম বিল্লাল গাজী, তার ভাই হান্নান গাজী, মেহেদী হাসান, ওয়াহেদ কুরনী, সিরাজুল ইসলাম, আজিবর মোড়ল ও আরশাদ মোড়লসহ শতাধিক লোকজন বাড়ি থেকে তুলে নিয়ে নৌকা প্রতীকের সমর্থক মাজেদ হালদার, তার (রজনীগন্ধা) কর্মী সাদ্দাম মোড়ল, জহর আলী মোড়ল, আজগার মোড়ল ও ইদ্রিস আলী মোড়লকে বাড়ি থেকে তুলে নিয়ে স্থানীয় পূর্ব চাঁদনীমুখা স্পোটিং ক্লাবে নিয়ে আটকে রেখে ঘণ্টাব্যাপি নির্যাতন চালায়। এরপরপরই ওইসব হামলাকারিরা তার বাড়িতে এসে প্রাচীর ও বৈঠকখানা ভাঙচুর করে। একটি মোটর সাইকেল ভাঙচুর করার সময় বাধা দিলে ছোট ভাই আব্দুর নূর এর স্ত্রী পারভিন আক্তারকে (৩৫)লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। থানায় অথবা হাসপাতালে যাওয়ার চেষ্টা করলে রাস্তা থেকে তুলে এনে আবারো পেটানো হবে বলে হুমকি দেওয়ায় তারা জীবনের ভয়ে স্থানীয় চিকিৎসকের কাছে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে জানতে চাইলে মাসুদুল আলম তার ও তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে আব্দুর রহিমের বাড়ি, মোটর সাইকেল ভাঙচুরসহ প্রতিপক্ষের পাঁচ কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ক্লাবে আটক রেখে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের সঙ্গে আব্দুর রহিমের দ্বন্দ্ব রয়েছে। সে কারণে শনিবার রাতে নির্বাচনী প্রচারনা চালানোর সময় মিজানুরকে ধাওয়া করে নদীতে ফেলে দেয় আব্দুর রহিমের ও মিছিলে থাকা লেনিনের লোকজন। সোমবার সকাল ১০টায় ওই ঘটনার প্রতিক্রিয়া ঘটতে পারে। তারা ছাড়া আব্দুর রহিমের ছোট ভাই আব্দুর নূর একজন বনদস্যু, ইয়াবা ব্যবসায়ি। তার বিরুদ্ধে ইভটিজিং এর মামলাও আছে।

এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্তা নেওয়া হবে।

(আরকে/এসপি/ডিসেম্বর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test