E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

২০২২ জানুয়ারি ১২ ১৬:৫০:২৬
নোয়াখালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সদর উপজেলার ১০নং নেয়াজপুর ইউনিয়নের দেবিপুর গ্রামের ফিরোজ শাহ মাইজভান্ডারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদুর রহমানের বিরুদ্ধে নানান দুনীতির অভিযোগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসারের কায্যলয়ে অভিযোগ দিয়েছেন বলে জানা যায়। বিদ্যালয়ে পড়ুয়া ছাত্র /ছাত্রী ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির ৩ জন সদস্য।

দরখাস্ত সুত্রে যানা যায় প্রধান শিক্ষক আমজাদুর রহমান, বিদ্যালয়ের ছাত্র /ছাত্রীদের থেকে সরকারি বিধি বিধান না থাকলেও উপবৃত্তি পাওয়া ছাত্র ছাত্রীদের থেকে বেতন আদায়, এসাইনমেন্ট ফি বাবদ ৩০০ টাকা আদায়, এসএসসির প্রবেশপ্রত্র আটকিয়ে ৩০০ আদায়, জেএসি পাস ছাত্র থেকে সনদ আটকিয়ে অর্থ আদায়, এবং নিয়মিত বিদ্যালয়ে হাজির না থাকার কারন উল্লেখ্য করেছেন। এই বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীমা আক্তারের সাথে কথা হলে
দরখাস্ত পাওয়ার সত্য তা শিকার করেন।

অভিযোগের ‍বিষয়ে শিক্ষক আমজাদুর রহমানের কাছে জানতে একাধিকবার মুঠো ফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

(এস/এসপি/জানুয়ারি ১২, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test