E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ায় জমি নিয়ে সংঘর্ষ, একই পরিবারের আহত ৯

২০১৪ সেপ্টেম্বর ২১ ১৭:৩৩:০৪
সিংড়ায় জমি নিয়ে সংঘর্ষ, একই পরিবারের আহত ৯


নাটোর প্রতিনিধি : রবিবার নাটোরের সিংড়ায় জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের মধ্যে সংঘর্ষে মহিলা সহ ৯ জন আহত হয়। সিংড়া শহরের দক্ষিণ দমদমা এলাকায় এই সংঘর্ষের  ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এলাকাবাসী সুত্রে জানা যায়, শহরের দক্ষিণ দমদমা মৌজার ২২ শতক জায়গায় বসতভিটা নির্মাণ করে মোজা প্রামানিক তার শরীকরা বসবাস করে আসছে। রবিবার বসত বাড়ির সীমানার খুঁটি দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিরোধ বাধে। এনিয়ে ঝগড়া বিবাদের একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, কাশেম আলীর ছেলে এন্তাজ আলী বসত ভিটার কিছু জায়গা পারিবারিক রাস্তার দাবি করে খুটি পুতে।

এনিয়ে তার চাচাতো ভাই মকলেছুর রহমানের সাথে বিরোধ বাধে। ঝগড়া ঝাটির একপর্যায়ে এন্তাজ ও তার সমর্থকরা মোকলেছ সহ তার পরিবারের লোকদের ওপর চড়াও হলে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে ২জন মহিলাসহ উভয় পক্ষের ৯ জন গুরুতর আহত হয়। আহতরা হলো দক্ষিণ দমদমা এলাকার মৃত জিয়ার উদ্দিন প্রামাণিকের ছেলে মোজা প্রাং (৬০), মকলেছুর রহমান (৫৫), মোজা প্রামাণিকের ছেলে মামুন (২৪), মকলেছুর রহমানের ছেলে নয়ন (২৬), মোহাতাব উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৩২), আজের প্রামনিকের ছেলে শহিদুল (৪৬), বিলকিছ (৪০), মালেকা (৫০), নিংগুইন এলাকার খোকন (৪৫)। আহতদের মধ্যে মকলেছুর রহমান ও মোজা প্রামাণিককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কোন পক্ষই থানায় অবিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

(এমআর/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test