E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সংবর্ধনা পেলো ৩ মুক্তিযোদ্ধা সংগঠক

২০২২ মার্চ ০৯ ১৫:০৬:২৫
লক্ষ্মীপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সংবর্ধনা পেলো ৩ মুক্তিযোদ্ধা সংগঠক

শিমুল সাহা, লক্ষ্মীপুর : মুক্তিযুদ্ধকালীন লক্ষ্মীপুরকে হানাদারমুক্ত করা ও স্বাধীনতা সংগ্রামে এ অঞ্চলের নেতৃত্বদানকারী ৩ বীরমুক্তিযোদ্ধা সংগঠককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার ৫নং পার্বতীনগর ইউনিয়নে ৫২’র সিড়ি বেয়ে ৭১ পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে তাঁদের এ সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে বরেণ্য সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর, সজল, আরিফসহ অন্যান্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোস্তফা জামাল, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরান হোসেন। এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সুশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা বাস্তবায়নকারী পরিষদের আহবায়ক ও জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান এডভোকেট, প্রয়াত বীরমুক্তিযোদ্ধা রফিকুল হায়দার, বীরমুক্তিযোদ্ধা হামদ-ই-রাব্বি কে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

(এসএস/এএস/মার্চ ০৯, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test