E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কবিরহাটে নোয়াখালী জেলা প্রশাসকের মতবিনিময় ও গণশুনানি

২০২২ মার্চ ১৪ ১৮:০০:৩৫
কবিরহাটে নোয়াখালী জেলা প্রশাসকের মতবিনিময় ও গণশুনানি

মো. ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিবীদ, সাংবাদিক, সুশীল সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ সরকারি কর্মকর্তাগণের সাথে নোয়াখালীতে নবনিযুক্ত জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কবিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রবিউল হাসান, কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মিশকাতুল তামান্নার সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

বক্তব্যে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, সরকারের সকল উন্নয়ন কাজের মাধ্যমে জনগণের দৌড় গোড়ায় সরকারের সকল সুবিধা পৌছে দিতে সরকারি, বেসরকারি কর্মকর্তা/কর্মচারীর পাশাপাশি সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে উপজেলা ভূমি অফিস, কবিরহাট নোয়াখালীর আয়োজনে ভূমি সেবা প্রদান কার্যক্রম সহজীকরণ ও সম্প্রসারণ এবং নাগরিকগণের অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে গণশুনানি করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। গণশুনানিতে নানাবিদ সমস্যা এবং তার প্রতিকার তুলে ধরেন ভুক্তভোগী ও সুবিধাভোগীরা।

(আইইউএস/এএস/মার্চ ১৪, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test