E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সদরপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

২০২২ মার্চ ১৭ ১৭:১৯:৩৯
সদরপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

ইকবাল মাহমুদ হিরু, সদরপুর : ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিপীড়িত মানুষের নেতা, গণমানুষের নেতা হিসেবে বঙ্গবন্ধুর নাম বিশ্বব্যাপী অত্যন্ত সমাদৃত। বিশ্বনেতাদের চোখে তিনি হিমালয়সম।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। 

আজ বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুর জেলার সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা চত্তরে বঙ্গবন্ধু প্রতিকৃর্তিতে পুস্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাসহ সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।

পুস্পমাল্য অর্পণ শেষে উপজেলা দরবার হলে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভ‚মি জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এ গফ্ফার মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মাদ ওমর ফয়সল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন কৃষি কর্মকর্তা বিধান রায়, প্রানি সম্পদ কর্মকর্তা সুদেব কুমার দাস প্রমুখ।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা চত্তরে সপ্তাহ ব্যাপি মেলার উদ্বোধন করা হয়।

(আই/এসপি/মার্চ ১৭, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test