E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবে আলোচনা সভা 

২০২২ মার্চ ১৮ ১৭:২৭:৪০
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবে আলোচনা সভা 

দিলীপ চন্দ, ফরিদপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে আজ সন্ধ্যা সাতটায় এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সাবেক সাধারন সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, সাবেক সাধারন সম্পাদক মশিউর রহমান খোকন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল। সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।

বক্তারা আক্ষেপ করে বলেন, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার জন্য জেল খেটেছেন। তিনি ৪৬৮২ দিন কারা বরণ করেছেন। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তাদের অনেকেই এখনো জীবিত রয়েছেন ।

বক্তারা অবিলম্বে এ সকল খুনিদের ফাঁসির রায় কার্যকর করার জন্য সরকারের নিকট দাবী জানান। পরে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

(ডিসি/এসপি/মার্চ ১৮, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test