E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনাকালীন প্রণোদনার টাকা না পেয়ে হাসপাতাল পরিচালককে অবরুদ্ধ করলেন নার্সরা

২০২২ মার্চ ২৩ ১৪:৩০:৩৪
করোনাকালীন প্রণোদনার টাকা না পেয়ে হাসপাতাল পরিচালককে অবরুদ্ধ করলেন নার্সরা

দিলীপ চন্দ, ফরিদপুর : করোনাকালীন সময়ে প্রণোদনার টাকা না পেয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে করোনা কালীন প্রনোদনার টাকা না পেয়ে নার্সদের দ্বারা অবরুদ্ধ করে রাখা হয় । 

আজ বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টা ২০ মিনিট পযর্ন্ত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা কালীন সময়ে যে সকল নার্স দায়িত্ব পালন করেছেন তাদের আর্থিক প্রনোদনা দেওয়ার কথা থাকলেও তা না পাওয়ায় তারা হাসপাতালের পরিচালকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে।
পরর্তীতে প্রনদনার অর্থ প্রদানের আশ্বাসে কর্মসূচি প্রত‍্যাহার করে নেয়।

জানা গেছে ইতিপূর্বে চলতি অর্থ বৎসরে ১.৬০ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছিল। কিন্তু সম্প্রতি উক্ত টাকা থেকে ১.০০ কোটি প্রত‍্যাহার করে নেয়। বিষয়টি জানতে পেরে নার্সরা ক্ষুব্ধ হয়ে পরিচালক কে অবরুদ্ধ করে। হাসপাতালের পরিচালক সাহেব জানিয়েছেন ইতিমধ্যে উক্ত প্রত‍্যাহার কৃত অর্থ পুনরায় বরাদ্দ দেওয়ার জন‍্য পত্র প্রেরন করেছেন। এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করা হয়।

(ডিসি/এসপি/মার্চ ২৩, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test