E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গ্যাস ব্যবসায়ী শামীমকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

২০২২ এপ্রিল ১১ ১৭:৪০:৫২
গ্যাস ব্যবসায়ী শামীমকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ ইসদাইর রেললাইন এলাকায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী শামীকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে পরে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত (৬ এপ্রিল) বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আজ সোমবার গ্যাস ব্যবসায়ী শামীমকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার বিচারের দাবীতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে নিহত শামীমের পবিরার ও ইসদাইরের সর্বস্তরের মানুষ।

এসময় নিহত শামীমের মা বলেন, আমার ছেলে মাদক বিক্রি করতো না। কিছু অসাধু সাংবাদিক তার বিরুদ্ধে লিখছে আসামীদের টাকা খেয়ে। আমি তাদের বলতে চাই যদি তাদের কারোর সাথে এমনটা হতো, তাহলে তারা কি করতো? আমি আমার ছেলে হত্যার বিচার চাই, আসামীদের যাতে আইনের মাধমে কঠিন বিচার হয়। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই আমি এমপি শামীম ওসমানের কাছে আমার ছেলে হত্যার বিচার চাই।

নিহতের স্ত্রী শর্মী বেগম বলেন, তাঁর স্বামী এলপি গ্যাসের ব্যবসা করতো। বুধবার দুপুর ১২টার দিকে তাঁর মুঠোফোনে এক ব্যক্তি ফোন করে জানান, তাঁর স্বামী শামীমকে রাজ্জাকের ভাঙারির দোকানে আটকে রেখে কয়েকজন মিলে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন স্বামীর রক্তাক্ত লাশ মাটিতে পড়ে আছে।

তিনি বলেন, আমার স্বামীকে হত্যা করেছে, ডাকাত রাজ্জাক, কিলার জামান, জসিম, ওয়াসিন, ডাকাত পাঠা আলী, জাকির, ইয়াদ আলী, ডাকাত আলম, কিলাম রায়হান, ফরিদ, সান্ত, আল আমিনরা আমার স্বামীকে হত্যা করেছে। আমি আইনের কাছে বিচার চাই যাতে ওরা কঠিন সাজা পায়। আমার দুইটা ছোট ছেলে ও মেয়ে আছে ওদের এতিম করে দিসে, এই বাচ্চাদের কি হবে? আমি হত্যা কারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এসময় উপস্থিত ছিলেন, শামীমের পরিবার ও তার শশুর বাড়ির লোকজন এবং ইসদাইর এলাকাবাসী।

(এস/এসপি/এপ্রিল ১১, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test