E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচনী প্রচারণায় সরগরম ঝিনাইদহ

২০২২ মে ৩১ ১৮:৫৮:১৫
নির্বাচনী প্রচারণায় সরগরম ঝিনাইদহ

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জৈষ্ঠ্যের তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। লক্ষ্য যেকোনো উপায়ে ভোটারদের ভোট নিজেদের বাক্সে আনা। সীমানা জটিলতার কারণে প্রায় একযুগ পর ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । আগামী ১৫ জুন ঝিনাইদহ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী ৩২ দশমিক ৪২ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভা মোট ৯টি ওয়ার্ডে বিভক্ত। চারজন মেয়র প্রার্থী এবারের নির্বাচনে ভোটযুদ্ধে নেমেছেন।

আওয়ামী লীগের আব্দুল খালেক (নৌকা), নাগরিক সমাজের কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল (নারিকেল গাছ), স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মাসুম (মোবাইল) ও ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম (হাতপাখা) প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। তাই ইভিএম নিয়েও ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

এদিকে প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক নৌকা প্রতীক পাওয়ায় কর্মী-সমর্থকেরা দলীয় বিভেদ ভুলে তারা দলীয় প্রার্থীর পক্ষে এখন একজোট হয়ে প্রচারণায় নেমেছেন।

অপরদিকে নাগরিক সমাজের ব্যানারে প্রয়াত ভাষা সৈনিক মুসা মিয়ার পুত্র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল প্রথম বারের মত নির্বাচনে অংশগ্রহণ করে সাধারণ জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি নারিকেল গাছ প্রতীকে ভোটযুদ্ধে অংশগ্রহণ করছেন।

এছাড়া ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সহসভাপতি মিজানুর রহমান মাসুম নির্বাচনী প্রচারণায় শক্তিশালী অবস্থানে রয়েছেন। করোনাকালীন সময়ে পৌর এলাকার অসহায় মানুষের মাঝে নিয়মিত সহযোগিতা প্রদান করার ফলেও তিনিও সাধারণ ভোটারদের আস্থালাভ করেছেন। তিনি মোবাইল প্রতীকে ভোটযুদ্ধে অংশগ্রহণ করছেন।

মেয়র প্রার্থী ছাড়াও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাও তাদের কর্মী-সমর্থক নিয়ে নানাভাবে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্ট চালাচ্ছেন। নির্বাচনের রিটার্নিং অফিসার ওলিউল ইসলাম বলেন,এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে সবকটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার লক্ষ্যে নানাভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভোটারদের ইভিএমের ব্যবহার শেখানোরও উদ্যোগ নেয়া হবে। প্রার্থীরা নির্বাচনে আচরণবিধি মেনে যাতে প্রচারণা চালান সে বিষয়ে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

(একে/এএস/মে ৩১, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test