E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময়

২০২২ জুন ০৮ ১৭:১৮:৪৮
ঝিনাইদহে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময়

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন কার্যক্রম উপলক্ষে ঝিনাইদহের সংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) দুপুরে এ মতবিনিময় সভার আয়োজন করেন জেলা সিভিল সার্জন অফিস। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: শুভ্রা রানী দেবনাথ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারন সম্পাদক মাহমুদ হাসান টিপু,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান রাজুসহ জেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে খাওয়ানো হবে ২৯হাজার ৫শত ১০টি নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে
৫৯ মাস বয়সী শিশুকে ১ লাখ ৯৮হাজার ৮শত ২৮টি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৬টি উপজেলায় ১৮শত ৫১টা কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন চলবে ১২জুন থেকে ১৫ জুন পর্যন্ত।

(একে/এসপি/জুন ০৮, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test