E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় ট্রলি চাপায় পায়রা বন্দরের কটলিভার অপারেটর নিহত

২০২২ জুলাই ২৭ ১৪:০৫:১১
কলাপাড়ায় ট্রলি চাপায় পায়রা বন্দরের কটলিভার অপারেটর নিহত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের পায়রা বন্দরের ফোরলেন ইউটার্ণ মোড়ে মাল পরিবহনের ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ইউসুফ মৃধা নিহত হয়েছে। আহত হয়েছে আরোহী হারুন হাওলাদার। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের কাদের মৃধার ছেলে এবং পায়রা বন্দরের কটলিভার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। আর আহত হারুন একই বন্দরের টেইলর অপারেটর।

কলাপাড়া থানার এস আই গোলাম মাওলা জানান, সকালে পায়রা বন্দরে কাজে যোগদানের উদ্দেশ্যে তারা দুইজন মোটরসাইকেলে করে ফোরলেন সড়কের ইউটার্ণ মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা লাইসেন্সবিহীন ট্রলিটি তাদের চাপা দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হারুনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়েছে।

পুলিশ জানায়, দূর্ঘটনার পরই ট্রলি চালক পালিয়ে গেলেও ট্রলিটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের উদ্যোগ নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।

(এমকেআর/এএস/জুলাই ২৭, ২০২২)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test