E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

২০২২ সেপ্টেম্বর ০৩ ১৪:২০:২৮
গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

এম এ হীরা, গোয়ালন্দ : আজকের শিশু আগামীর তারকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর রেজিষ্ট্রেশন কৃত ওয়ান স্টার প্রাপ্ত রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমির আয়োজনে খেলোয়াড়দের অনুশীলনের সময় জার্সি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এইচ এস এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় খেলোয়াড়দের মধ্যে এ জার্সি বিতরণ করা হয়।

খেলোয়ারদের মধ্যে জার্সি বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা ফুটবল একাডেমির উপদেষ্টা ইব্রাহিম সরদার, উপজেলা ফুটবল একাডেমির সভাপতি ইমরানুর রহমান সজল, সহ-সভাপতি রফিকুল ইসলাম কুরবান, যুগ্ন সাধারণ সম্পাদক আতিয়ার রহমান আতি, জসিম শেখ, উপজেলা ফুটবল একাডেমির সহ-সভাপতি ইমরান আহমেদ আকাশ, উপজেলা ফুটবল একাডেমির কোচ সাইদুর রহমান প্রমুখ।

এ সময় ১৫ জন খেলোয়াড় নতুন জার্সি পেয়ে আনন্দ প্রকাশ করেন।

উপজেলা ফুটবল একাডেমীর উপদেষ্টা ইব্রাহীম সরদার জানান, গোয়ালন্দ উপজেলার নাজির উদ্দিন হাই স্কুলের মাঠ খেলোয়াড়দের উপযোগী একমাত্র মাঠ। এই মাঠটি পুনরায় সংস্কার করে খেলোয়ারদের উপযোগী গড়ে তুলতে হবে। সেজন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষোকে অনুরোধ জানান। মাঠটি খেলার উপযোগী হলে এই শিশু খেলোয়াররা কখনোই মাদকের নেশায় জড়াবে না মাদকের ছোবল থেকে যুবসমাজের দূরে রাখতে খেলাধুলার প্রয়োজন সেজন্যই মাঠের ব্যবস্থা সুন্দর করতে হবে।

উপজেলা ফুটবল একাডেমির সভাপতি ইমরানুর রহমান সজল জানান, উপজেলাকে মাদক মুক্ত রাখতে খেলোয়ারদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। ক্ষুদে খেলোয়ারদের পাশে থেকে কিছু করতে পারলে এবং তাদের উৎসাহ দিতে পারলে এটাই আমাদের একমাত্র পাওয়া। জয় হোক এ সকল খেলোয়াড়দের যারা মাদকের ছোবল থেকে মুক্ত হয়ে খেলাধুলায় মেতে আছেন।

উপজেলা ফুটবল একাডেমির কোচ সাইদুল ইসলাম জানান, ঠিকাদারের উন্নয়ন কাজের জন্য মাঠের বিশাল ক্ষতি হয়েছে। বর্তমান মাঠটি খেলার অনউপযোগী হয়ে গিয়েছে। তাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষখের দৃষ্টি আকর্ষণ করছি যাতে মাটি পুনরায় শিশুদের খেলার উপযোগী হয়।

(এমএএইচ/এএস/সেপ্টেম্বর ০৩, ২০২২)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test