E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নগরকান্দায় অভিযানের পর আবারও চলছে বালু উত্তোলন

২০২২ নভেম্বর ২১ ০০:৪৬:০৩
নগরকান্দায় অভিযানের পর আবারও চলছে বালু উত্তোলন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের গোড়াইল আরিফের মোড়ের পাশে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন চলছে।

গোড়াইল দক্ষিণ শশার ফসলী মাঠ থেকে প্রায় ১ মাস যাবত বালু উত্তোলন করছে গোপালগঞ্জের থেকে আসা ড্রেজার মেশিন মালিক । বালু ভরাট করছে গোড়াইল গ্রামে টুকু মিয়া। স্থানীয় লোকজন বলেন প্লাস্টিকের খারখানা দিবে তাই বালু ভরাট করছে। এরই মধ্যে দুই দফা নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যম অবৈধ ড্রেজার মেশিনের পাইপ ভাঙচুর করে।সে সময় ড্রেজার মেশিন বন্ধ রেখে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেনি। তারপরও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেথিয়ে আবারও বালু উত্তোলন করছে।

এছাড়া উপজেলার বিভিন্ন স্হানে ড্রেজার মেশিন মালিকরা প্রশাসনের চোঁখ এড়াতে কৌশল অবলম্বন করে তারা রাতের বেলায় অবৈধ ড্রেজার মেশিন চালিয়ে বালু উত্তোলন করছে।দিনের বেলায় মেশিন বন্ধ রাখে আর রাঁতের বেলায় বিকট শব্দে চলে মেশিন যে কারনে শিশু থেকে শুরু করে ঘুম নষ্ট হচ্ছে আশপাশের মানুষের। শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে। অবৈধ ড্রেজার মেশিনটি বন্ধ করে ফসলী জমি রক্ষার্থে ও শব্দদূষণ এবং শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি থেকে রেহাই পেতে প্রশাসনিক ভাবে ব্যবস্থা নিতে এলাকাবাসী জোর দাবি জানান।

(পিবি/এএস/নভেম্বর ২১, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test