E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে খলিল উল্যাহ মিয়া কলেজের ভর্তি কার্যক্রম উদ্বোধন 

২০২২ ডিসেম্বর ১৫ ১৮:২২:৩২
সুবর্ণচরে খলিল উল্যাহ মিয়া কলেজের ভর্তি কার্যক্রম উদ্বোধন 

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর  ইউনিয়নে আলহাজ খলিল উল্যাহ মিয়া কলেজ এর ২০২২-২০২৩ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃস্পতিবার সকাল ১১ ঘটিকায় আলহাজ খলিল উল্যাহ মিয়া কলেজ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী পল্লী বিদ্যুত সমিতির সভাপতি মাষ্টার মিজানুর রহমান দিপকের সঞ্চালনায় চরজব্বর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা আওয়ামিলীগের সভাপতি জনাব বাহার উদ্দিন খেলন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানুরাগী ছায়েদল হক ভূইয়া, চরজব্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর ইসলাম মানিক, সাধারণ সম্পাদক বসির উল্যা, পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশ্বও চন্দ্র মজুমদার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবু কাউছার, আয়ুইব আলী, শাহজান, মিলন মিয়া, কামাল উদ্দিন, মাইন উদ্দিন জিকু, আবুল কাশেম, রিয়াজুল মাওলা চৌধুরী, মো. মমিন উল্যাহ, নাজমা আক্তার, শাহনাজ। ছাত্রলীগ নেতা সোহেল, আব্দুল ওহাব, আবু যুবলীগ নেতা দিদার উল্যাহ, আনোয়ার হোসেন, সাদ্দাম হোসেন, রফিক, আইয়ুব আলী প্রমুখ।

এছাড়াও চরজব্বর ইউনিয়নের সকল বিদ্যালয় ও মাদরাসার শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে এডভোকেট ওমর ফারুক বলেন, চরজব্বর ইউনিয়নে প্রায় ১ লক্ষ লোকের বসবাস, ৪০-৫০ হাজার ভোটারের চরজব্বর ইউনিয়নে শিক্ষার মান উন্নয়নে আমার মরহুম পিতার নামে আলহাজ্ব খলিল উল্যা মিয়া কলেজ প্রতিষ্ঠা করেছি, আপনারা আপনাদের সন্তানকেএই কলেজে ভর্তি করাবেন।

আমি নির্বাচিত হওয়ার পর ২৬ টি কাঁচা রাস্তা, ১২ পাকা রাস্তা টেন্ডার, ১০ টি ব্রিজের কাজ চলমান। এবং একটি কমিউনিটি ক্লিনিক ভাড়া করে ২৪ ঘন্টা নরমাল ডেলিভারি কার্যক্রম রয়েছে। কমিউনিটি ক্লিনিক স্থায়ীভাবে চিকিৎসা করার জন্য ঘর নির্মাণাধীন। এবং চরজব্বর ইউনিয়নে প্রত্যেকটি স্কুল,মাদ্রাসায় ক্রীড়া সামগ্রী বিতরণের কাজ চলমান রয়েছে। মাদক নির্মূল, ইভটিজিং, বাল্যাবিবাহ বন্ধ, কিশোর গ্যাং, চুরি ডাকাতি, জুয়াসহ সকল অসামাজিক কার্যক্রম অধিকাংশ বন্ধ করতে সক্ষম হয়েছি। এ সব অপরাধ ও অনৈতিক কাজের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপন, পর, রাজনৈতিক ও অরাজনৈতিক যেকোনো ব্যক্তি জমি দালালি, সালিশ বাণিজ্য ও অপসংস্কৃতির সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না। এসময় তিনি উন্নয়নকল্পে কাজ করার জন্য সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন। এবং এ চরজব্বরকে একটি মডেল ইউনিয়ন ঘোষণার প্রতিশ্রুতি দেন।

(এস/এসপি/ডিসেম্বর ১৫, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test