E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৫ শিশুকে হত্যার চেষ্টাকারী নারীর গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন 

২০২২ ডিসেম্বর ২০ ১৬:৩৫:৪৩
৫ শিশুকে হত্যার চেষ্টাকারী নারীর গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন 

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে ৫ শিশুকে কুপিয়ে হত্যা চেষ্টাকারি সাবেক ইউপি নারী সদস্যে রুপাকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে সবুজ বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন ও এলাকাবাসী।

আজ মঙ্গলবার সুবর্ণচর উপজেলার চরজব্বর থানা মোড় মুক্তিযোদ্ধা চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, আহত শিশুদের চাচা ফজলে এলাহী রনি, সবুজ বাংলাদেশ সংগঠনের সদস্য রাজু ও এলাবাবাসী।

বক্তারা বলেন, জয়গা জমির বিরোধকে কেন্দ্র করে গত ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের সালাহ উদ্দিন কেরানীর বাড়ির নজরুল ইসলামের স্ত্রী ২নং চরবাটা ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য রুপা ৫ শিশুকে হত্যার উদ্দ্যেশে কুপিয়ে গুরুত্বর আহত করে পরে শিশুদেরকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় রুপা, তার স্বামী নজরুল এবং পশ্চিম চরবাটা গ্রামের আলা উদ্দিন হেলুসহ ৩ জনকে আসামি করে চরজব্বর থানায় মামলা করা হয়, মামলা নং ৭।

মামলা করার ২ দিন পার হয়ে গেলেও আসামি অভিযুক্ত মমতা বেগম রুপা (৪০), নজরুল, আলা উদ্দিন হেলুকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বক্তারা অভিযুক্ত রুপাসহ সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানান।

বক্তারা আরো বলেন, রুপা মেম্বার থাকা অবস্থায় নানা অনিয়ম দূর্ণিতী করেছে, এখন সে এলাকায় মাদক, সন্ত্রাসসহ নানা অনৈতিক কাজে লিপ্ত রয়েছেন।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর শুক্রবার জয়গা জমি বিরোধের জেরে রুপা ২ নং চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে সাঈদ বিন আশরাফ (১০) সাদ বিন আশরাফ (৫) ফজলে এলাহী রনির মেয়ে লুবাবা খানম জেমি (৭) জহিরুল ইসলামের মেয়ে জেবিন (৯) জাহিন (৫) শিশুকে কুপিয়ে আহত করে ঘটনার পর থেকে জেলা ঝুড়ে নিন্ধা ও প্রতিবাদের ঝড় উঠে।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাস বলেন, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে, আসামিদের গ্রেফতার চেষ্টা চলমান আছে।

(এস/এসপি/ডিসেম্বর ২০, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test