E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইসলামপুরে গাছ কেটে জমি দখলের অভিযোগ

২০২৩ জানুয়ারি ১৬ ১৮:৪৫:১৭
ইসলামপুরে গাছ কেটে জমি দখলের অভিযোগ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় জমিতে লাগানো ইউক্যালিপটাস গাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী পরিবার। সাধারণ ডায়েরির পর বেদখলীয় জমিতে আঁখ লাগিয়েছে প্রতিপক্ষরা।

এ বিষয়ে অভিযোগ করেছেন উপজেলার মলমগঞ্জ এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে মো. রেজাউল করিম (৪৫)।

তিনি জানান, ইসলামপুর থানাধীন পাথর্শী মৌজায় বিআরএস ২০৮৪ নং দাগের ৩২ শতাংশের মধ্যে সোয়া ১৬ শতাংশ জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ভোগদখল করে আসছি। ওই জমি নিয়ে বিরোধে মলমগঞ্জ এলাকার সরকার বাড়ির মৃত গিয়াস উদ্দিনের ছেলে নয়া মিয়া (৫০) ও তার লোকজনদের সঙ্গে মামলা চলছিল।সেখানে আমি ৫০টি ইউক্যালিপটাস গাছ লাগিয়েছিলাম। সংঘবদ্ধ সন্ত্রাসীরা গাছগুলো কেটে উপড়ে নিয়েছে।

তিনি আরও জানান, নয়া মিয়া তার সঙ্গীয় মৃত দবির উদ্দিনের ছেলে মো. শাপলা (৪৫) ও মো. মুরাদ (৩৮), মৃত লুৎফর রহমানের ছেলে মো. লতিফুর রহমান (৫৮), মো. মাসুদের স্ত্রী মোছা. রাহিমা বেগম (৫২), মৃত দৌতুল সরকারের ছেলে মো. রোলেক্সকে (৫২) নিয়ে ১২ জানুয়ারি সকালে ওই জমিতে থাকা ইউক্যালিপটাস গাছগুলো কেটে উপড়ে ফেলেন। পরবর্তীতে আমি থানায় জিডি করার পর ওরা ক্ষিপ্ত হয়ে ওই জমিতে আঁখ লাগিয়েছে।

তিনি জানান, প্রতিপক্ষদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তাঁরা কোনো সদুত্তর না দিয়ে আমাকে গালমন্দসহ মাইরপিট করার হুমকি দেয়। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজেদুর রহমান জানান, জমি দখলের বিষয়ে থানায় জিডি এন্ট্রি হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(আরআর/এসপি/জানুয়ারি ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test