E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ

২০২৩ ফেব্রুয়ারি ০১ ১৪:০৫:৩৪
সুবর্ণচরে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর চরজব্বর থানায় শীতার্তদের মাঝে পুলিশ সার্ভিস এসোসিয়েশন উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল ৩ টায় নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে পাশে আছি সব সময় শীতার্তদের মাঝে এই শ্লোগানে চরজব্বর থানায় প্রাঙ্গণে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়।

কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। এ সময় আরো উপস্থি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, , চর জব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাস, তদন্ত ওসি জয়নাল আবেদীন, এস আই সালেহ উদ্দিন , এস আই তৌহিদ মুরাদ, এস আই মোজাম্মেল হোসেন, এস আই মনির হোসেন, এস আই আনিস মাহমুদসহ চর জব্বর থানার পুলিশ সদ্যসগণ, চর আমান উল্যাহ ইউনিয়নের ইউপি সদস্য মো সিদ্দিক উল্যাহ ও এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সমাজের সকল সচেতন নাগরিক এগিয়ে এলে অসহায় মানুষ গুলো একটু স্বস্তি পাবে।

(আইইউএস/এএস/ফেব্রুয়ারি ০১, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test