E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০২৩ ফেব্রুয়ারি ১৬ ২২:৫৩:২৫
রাজবাড়ীতে মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীতে মাহেন্দ্র ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মাহাদী হাসান (২৬) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাদী যশোর জেলার শার্শা উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের মাওলানা মো. নজরুল ইসলাম হেলালীর ছেলে। তিনি ঢাকার এয়ারপোর্ট এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। ছুটিতে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন ওই মাদ্রাসা শিক্ষক।

আহতরা হলেন, নিহত শিক্ষক মাহাদী হাসানের স্ত্রী মোছা. হাবিবা খাতুন (২০), রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার বাসিন্দা মাহেন্দ্র চালক হিনু (৫০), বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর এলাকার বাসিন্দা মাহেন্দ্র যাত্রী মানিক (৫০) ও একই ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের বাসিন্দা মাহেন্দ্র যাত্রী নাইম (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাহেন্দ্র গাড়িটি ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে বসন্তপুর থেকে গোয়ালন্দ মোড়ের দিকে যাচ্ছিল। নিমতলা এলাকায় অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুখে ও বুকে আঘাত লেগে মোটরসাইকেল আরোহী মাহাদী ঘটনাস্থলেই মারা যান এবং তার স্ত্রী হাবিবা আহত হন। অপরদিকে, মাহেন্দ্র চালক ও দুই যাত্রী আহত হন। আহলাদিপুর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত সরকার জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মাহাদীর ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

(একেএমজি/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test