E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে তৃতীয়লিঙ্গদের বিউটিফিকেশন প্রশিক্ষণ

২০২৩ ফেব্রুয়ারি ২৬ ১৪:২২:১৪
জামালপুরে তৃতীয়লিঙ্গদের বিউটিফিকেশন প্রশিক্ষণ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে তৃতীয়লিঙ্গের লোকজনের অংশগ্রহণে ৫ দিনব্যাপী বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু করেছে ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের বিসিক শিল্পনগরী এলাকায় দি জামালপুর চেম্বার অব কমার্সের অফিসে এ প্রশিক্ষণ শুরু হয়।

সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ২ মার্চ পর্যন্ত। এতে ৩০ জন তৃতীয় লিঙ্গের লোক অংশ নেন।

প্রশিক্ষণ শুরুর আগে সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুরের বিসিক শিল্পনগরীর সহকারী মহা ব্যবস্থাপক সম্রাট আকবর। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের পরিচালক এনামুল হক খান মিলন, জেলা বিউটি পার্লার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরজুমান আরা মুক্তা প্রমুখ।

৫ দিনব্যাপী বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনা প্রশিক্ষণে ঢাকা থেকে আগত এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক সাদিয়া তাজমিন দোলা প্রশিক্ষণ দেবেন।

(আরআর/এএস/ফেব্রুয়ারি ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test