E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ফুলবাড়ি-বাংলাবান্ধা ইমিগ্রেশন পোর্ট পুনরায় খুলে দেবার চেষ্টা চলেছে’

২০২৩ এপ্রিল ০৩ ১৫:৩০:১৪
‘ফুলবাড়ি-বাংলাবান্ধা ইমিগ্রেশন পোর্ট পুনরায় খুলে দেবার চেষ্টা চলেছে’

পঞ্চগড় প্রতিনিধি : ভারতের সহকারি হাইকমিশনার (রাজশাহী) মনোজ কুমার বলেন, কোভিডকালীন স্থগিত ঘোষিত ফুলবাড়ি-বাংলাবান্ধা ইমিগ্রেশন পোর্ট পুনরায় খুলে দেবার চেষ্টা চলছে, ঈদের আগে অথবা পরে যে কোন সময় খুলে দেবার সম্ভাবনা রয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় বাংলাবান্ধা ইমিগ্রেশন পোর্টে যাবার পথে তিনি ঠাকুরগাঁও ভিসা সেন্টার পরিদর্শন করেন।

এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই সব কথা বলেন।ঠাকুরগাঁও ভিসা সেন্টার পরির্দশনকালে তিনি ভিসা আবেদনকারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা মানি ইন্ডোস সার্টিফিকেট দিতে পারবেন না, তারা ব্যাংক স্টেটম্যান্ড দেবেন, এতেও যদি সমস্যা হয়, তবে অনলাইন আবেদনের সাথে পরিচয় পত্র, বিদ্যুৎ বিল অথবা পানির বিল পরিশোধের রশিদের ফটোকপি দিলেই চলবে। কোনভাবেই তৈয়ার করা কাগজপত্র আবেদনের সাথে সাবমিট করবেন।

পরে তিনি ভিসা সেন্টারের আশেপাশে অনলাইন ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এসময় তিনি তাদের উদ্দেশ্যে বলেন, মানি ইন্ডোস সার্টিফিকেট এবং অনলাইন আবেদনসহ দুই থেকে তিন হাজার টাকা নেওয়া হয় বলে আমাদের কাছে তথ্য আছে।এই ধরণের অভিযোগ প্রমাণ হলে ভিসা সেন্টারের আশেপাশের অনলাইন ব্যবসা সরিয়ে দিতে স্থানীয় প্রশাসনকে অনুরোধ করতে বাধ্য হবো।"পরে তিনি বাংলাবান্ধার উদ্দেশ্য ঠাকুরগাঁও ত্যাগ করেন।

(আর/এসপি/এপ্রিল ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test