E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড়ে বাংলা নববর্ষ উদযাপন

২০২৩ এপ্রিল ১৪ ১৬:২৬:২০
পঞ্চগড়ে বাংলা নববর্ষ উদযাপন

পঞ্চগড় প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে  শুক্রবার (১৪ এপ্রিল) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

মঙ্গল শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় কালেক্টর আদর্শ শিক্ষা নিকেতন চত্বরে শেষ হয়। পরে গ্রামীণ আদলে তৈরি মঞ্চে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত, স্কুল শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা।

বর্ষবরণ অনুষ্ঠানের সকল পর্বে স্বতস্ফুর্ত উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের লোকজন।

জেলা প্রশাসক মো.জহুরুল ইসলামের শুভেচ্ছা বক্তব্য শেষে দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানমালার সমাপ্তি টানা হয়।

(আর/এসপি/এপ্রিল ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test