E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে সরকারি পুকুর ভরাট বন্ধে লিগ্যাল নোটিশ

২০২৩ মে ১৯ ১৬:৩৮:৪৫
ফরিদপুরে সরকারি পুকুর ভরাট বন্ধে লিগ্যাল নোটিশ

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কৃষ্ণমঙ্গলের ডাঙ্গী বটতলার সরকারি পুকুর ভরাট অবিলম্বে বন্ধ করার জন্য ফরিদপুরের জেলা প্রশাসক এবং সদরপুরের উপজেলা নির্বাহী অফিসারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

গত ১৬ মে ২০২৩ মানবাধিকার সংগঠন ল' এন্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোঃ কাউছার ই-মেইলযোগে ওই নোটিশ পাঠিয়েছেন।

অবিলম্বে পুকুরটিতে মাটি ভরাট বন্ধের অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, উক্ত পুকুর একটি সরকারি সম্পত্তি এবং পুকুর একটি জলাশয় এবং পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পুকুর ভরাট করা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি।

যুগের পর যুগ ধরে এলাকার সাধারণ মানুষের উপকারে পুকুরটি ব্যবহৃত হয়ে আসছে। কোন বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিস উক্ত পুকুর থেকে পানি সংগ্রহ করতে পারে।

এছাড়াও এলাকার সাধারণ মানুষ কৃষি কার্য এবং গৃহ কার্য করার জন্য উক্ত পুকুর থেকে পানি সংগ্রহ করে থাকে। অতএব পুকুরটি ভরাট করা সম্পূর্ণ জনস্বার্থ পরিপন্থী গর্হিত কাজ।

(পিএস/এসপি/মে ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test